মেয়ে তুমি কার নাম? ( প্রেমের কবিতা)

0

মেয়ে তুমি মেয়ে নও তুমি ছেলে। কেন? তুমি ছেলেদের মত চুল আঁচড়াও।তাহলে এখন থেকে আর ছেলেদের মত চুল আঁচড়াবোনা।তাহলে তুমি মেয়ে।

এই যে মেয়ে হলে এখন আমাকে কি দেবে?  দেব একটি লাল গোলাপ ফুল। না গোলাপ ফুল দিলে হবেনা, দিতে হবে লাল বেনারসি শাড়ি।লাল বেনারসি শাড়ি দেব তবে সাথে একটি লাল ফিতা থাকবে। তাহলে তুৃমি আসলেই এক মেয়ে।

মেয়েদের চুলের রং কেমন হয়? কেমন আবার লাল হয়।তাহলে লাল রঙ এর ফিতা তোমার খোঁপার ঠিক মাঝখানে   গুঁজে দেব।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কুরবানি

কুরবানিটা করে মুসলিম নিয়ত গুণে ভাই, হালাল টাকায় কেনা পশুর জবাই করে তাই। বিশ্বাস হৃদে ধারণ করে চলে মুসলিম গণ,

সাদা কালো

জুলাইয়ের ওই অভ্যুত্থানে পালিয়ে যায় কালো, ভাবলো সবে দেশটা তবে থাকবে যেন ভালো। দেশের লাগাম ধরবে টেনে আছে যতোই সাদা,

বিজ্ঞাপন

বিজ্ঞাপনে নাম ভাঙিয়ে করে সবার বশ, প্রচার করে প্রসার লাভে ছড়ায় খ্যাতি যশ। বিজ্ঞাপনে চলছে বেড়ে পঁচা পণ্যের মান. নকল

এ আই যুগে

এ আই যুগে কোথাও খুঁজে পাবে নাকো কালো, রূপ পাল্টিয়ে ছড়ায় তবে চাঁদের মত আলো। নিজের দেখে অবাক হয়ে বেজায়

Leave a Reply