0
তুমি মেয়ে তোমাকে আমি ভালবাসি। তুমি যদি মেয়ে না হতে তোমাকে কি ভালবাসতাম? না।তাহলে কাল যে মেয়েটিকে দেখলাম? তাকে ভালোবসি সবচেয়ে বেশি । কেন? কারন অমন করে কেউ আমাকে ভালবাসি বলেনি।তার হাত সুন্দর, ঠোঁট সুন্দর, দাঁত সুন্দর, সবচেয়ে সুন্দর তার চোখের ভাষা। তার চোখের ভাষা একবার যে দেখবে সে আর ভুলতে পারবেনা।সে এমনভাবে আমার দিকে তাকাচ্ছিল যেন কত শত সহস্র বছর আমি তার আপন ছিলাম।
এমন একটি মেয়ে যদি আবার একবার দেখতে পেতাম।

0