0
যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, আর কত যুদ্ধ করব! একদিন যুদ্ধ করতে গিয়ে দেখি একটি পাখি মরে রয়েছে। বললাম, কে এটা মেরেছে? বলল, একজন এটা মেরে ফেলেছে। সেই থেকে নিয়মিত যুদ্ধ করছি। কিন্তু এ যুদ্ধের শেষ কোথায় কেউ যদি আমাকে বলে দিত।” যুদ্ধের কোন শেষ নেই “। তাহলে এখন থেকে নিয়মিত যুদ্ধ করবো। এবার বল সবচেয়ে বড় যুদ্ধের ময়দান কোনটি? সেটি হেরা পর্বতের গুহা।তাহলে আমি সেখানে যাব দেখব সেখানে কি হয়।সেখানে দিন সাতটি লোক মারা যায়। তাহলে আমি আটটি লোক মারব।আটটি লোক মারলে হবেনা, তোমাকে কমপক্ষে দশটি লোক মারতে হবে। তাহলে আমি দশটিই মারব।এবার বল যুদ্ধের ময়দানে কেউ পান–সুপারি খায় কিনা।না কেউ পান-সুপারি খায়না।তাহলে আমাকে পান–সুপারি না খেয়েই যুদ্ধ করতে হবে।

0