রিলেশন
আফছানা খানম অথৈ
আজকাল রিলেশন করাটা ফ্যাশনেরুপ নিয়েছে।আজকে আমরা আলোচনা করব কিভাবে বিবাহিতা বয়স্ক পুরুষেরা রিলেশনে জড়াচ্ছে।
আজকাল আমরা দেখতে পাচ্ছি ইয়ং ছেলে মেয়েদের মতো বয়স্ক বিবাহিতা পুরুষেরা অল্প বয়সী মেয়েদের সাথে রিলেশনে জড়াচ্ছে।
কিন্তু কেনো জড়াচ্ছে কিভাবে জড়াচ্ছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি।কিছুকিছু তরুণী টাকার লোভে বয়স্ক বিবাহিতা পুরুষদের প্রেমে পড়ছে,লিভ টুগেদার করছে।আজকাল পত্রিকার পাতা উল্টালে এধরনের ঘটনা দুচারটা প্রায়ই চোখে পড়ে।
কিন্তু মুরব্বী শ্রেণির লোকগুলো একবার ও ভাবেনা তাদের সাথে কেনো এত অল্প বয়সী মেয়েরা রিলেশনে জড়াচ্ছে।মেয়েগুলো যখন তাদের কাছে প্রেমের প্রস্তাব দেয়, তারা সাদরে গ্রহণ করে। এরপর শুরু হয় মন দেয়া নেয়া।এরপর মেয়েরা তাদের কাছে শাড়িচুড়ি গহনা আবদার করে। তারা নিঃসংকোচ তা কিনে দেয়।এবং তাদের সাথে ফষ্টিনষ্টি করে।
এসব মেয়েরা কিন্তু খুব দুষ্ট।এরা তাদের নোংরামির দৃশ্য ভিডিও করে ফেলে।কিছুদিন যাওয়ার পর যখন তাদের টার্গেট পূরণ হয়,তখন তারা ঐভিডিও দ্বারা তাদেরকে ব্ল্যাকমেইল করে।
কয়েক লক্ষ টাকা দাবি করে।কোনো কারণে যদি দিতে অপারগতা স্বীকার করে, তাহলে এই ভিডিও তাদের ছেলে মেয়ে জামাই,স্ত্রীকে দেখানোর হুমকি দেয়।তখন তারা মান সম্মানের ভয়ে নিরুপায় হয়ে তারা তাদের লক্ষ টাকার দাবী পূরণ করে।আর যারা দিতে অস্বীকার করে,তাদের সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে দেয়।এমন কি মামলা মোকদ্দমা পর্যন্ত করে।তাদের স্বার্থ হাসিল করে।এমনিভাবে তারা পুরুষদেরকে ফাঁদে ফেলে টাকা কামাই করে।আসলে এসব মেয়েরা বিয়ের জন্য রিলেশন করেনা।টাকা কামানোই তাদের মুল উদেশ্য।কিন্তু পুরুষেরা না বুঝে না শুনে তাদের ফাঁদে পা দেয়।কথায় বলেনা লোভে পাপ, পাপে মৃত্যু, ঠিক সেইম অবস্থা।কখনো কখনো বনিবনা না হলে মেরেও ফেলে।
কিন্তু এই বয়স্ক পুরুষগুলো বিবেক বলে কিচ্ছু নেই।বুদ্ধি জ্ঞান লোপ পেয়েছে। তাই এই পাতানো ফাঁদে পা দিচ্ছে প্রতিনিয়ত।
তাদের ঘরে স্তী ছেলে মেয়ে থাকা সত্বেও হারাম রিলেশনে জড়াচ্ছে প্রতিনিয়ত।এর পরিনাম কি হবে একবার ও ভেবে দেখে না। ঐ যে নারী দেহের লোভ। এই লোভ তাদেরকে ধ্বংসের পথে ঠেলে দেয়।এই তো দুদিন আগে দেখলাম,এক বয়স্ক প্রেমিককে এক তরুণী প্রেমিকা কেটে সাত টুকরো করে সাত জাগায় ফেলে রেখেছে।এই নিয়ে অনেকে নিউজ করেছে।
ঘরে তার স্ত্রী বিবাহযোগ্য ছেলেও মেয়ে আছে।তার কী প্রয়োজন ছিল,এই রিলেশনে জড়ানোর?
তার কী এখন প্রেমের বয়স?একবার হিসেব করে দেখুন উত্তর পেয়ে যাবেন।
আজকাল এমন রিলেশন অহরহ ঘটছে।দিনদিন মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পাচ্ছে।হারাম রিলেশনে জড়াচ্ছে।বিয়ে ছাড়া লিভ টুগেদার করছে বয়স্কও যুকবরা।