0
আমি এমন একজনকে খুঁজি যার হাত নাই, পা নাই, চোখ নাই, দাঁত নাই, তারপরও তাকে আমি ভালবাসি। কারন, তাকে আমি একদিন গভীর রাতে স্বপ্নে দেখেছিলাম। স্বপ্নে সে আমাকে বলেছে আসবে লাল বেনারসি শাড়ি পড়ে। কিন্তু সে আসলনা, এখন আমার দুঃখে দিন কাটছে। কবে সে আসবে, কবে লাল বেনারসি শাড়ি চোখের সামনে জ্বল জ্বল করবে?
লাল বেনারসি শাড়িতে তাকে কেমন লাগবে? অবশ্যই অনেক ভাল লাগবে তানাহলে তাকে আমি রাত বারটার সময় স্বপ্নে দেখতে যাব কেন।

0