0
ছড়া লিখতে আগে শিখুন
অক্ষর কাকে বলে,
মাত্রা নিয়ম জানতে হবে
ছন্দে লিখতে হলে।
মাত্রা বৃত্ত স্বরবৃত্ত আর
অক্ষর বৃত্ত শিখে,
মনের ভাবটা প্রকাশ করো
ছন্দে ছন্দে লিখে।
সনেট পয়ার মহা পয়ার
আরো আছে শত,
তিন নিয়মের মধ্যে থেকে
লিখো মনের মতো।
ছন্দ মাত্রার সঠিক নিয়ম
জানলে তবে সবি,
তাললয় মিলে লিখলে তবে
খেতাব পাবে কবি।
অন্তর চোখে দর্শন দিয়ে
লিখো নিয়ম মেনে,
কবিতা আর ছড়া লিখবে
ছন্দ মাত্রা জেনে।

0