“তোমার দুই ঠোঁটে যত লিপস্টিক এত লিপস্টিক আমি কারও ঠোঁটে দেখিনি! এত লিপস্টিক তুমি পরেছ কেন আমাকে একবার যদি বলতে।” “এত লিপস্টিক আমি পরেছি তোমার জন্য কারন তোমাকে আমি ভালবাসি।” ” তাহলে সেদিন যেদিন তুমি লাল শাড়ি পরে আসলে সেদিন কেন তোমার ঠোঁটে কোন লিপস্টিক ছিলনা?” “সেদিন তোমার জন্মদিন ছিল এজন্য সেদিন লিপস্টিক পরিনি।” “জন্মদিনে লিপস্টিক পরলে কি হত?” ” যদি তুমি অন্য কিছু মনে করতে।” “সেটা কি?” সেটা হল যদি তুমি মনে করতে জন্মদিনে বিশেষ কোন উদ্দেশ্য নিয়ে আমি লিপস্টিক পরেছি।” “তাহলে সেদিনের ভালবাসা সঠিক ছিল?” হ্যাঁ।””তাহলে তুমি এখন থেকে নিয়মিত লিপস্টিক পরে আসবে। আমি যদি একদিনও দেখি লিপস্টিক পর নাই তাহলে বুঝব তোমার মনে অন্য কিছু আছে।” ” না,না আমার মনে কিছু নাই, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী পৌষে বেশি করে লিপস্টিক পরে আসব, কারন পৌষে তুমি অনেক বেশি চটপটে থাক।” “তাহলে তুমি আমাকে ভালবাস? সত্যিই ভালবাস?” “হ্যাঁ।”
“তাহলে বল এই ভালবাসা কেন আগে দিলেনা?” ” কারন, তখন তো তোমার ঠোঁটে লিপস্টিক ছিলনা!”
আরো পড়ুন-
- গৌতম বুদ্ধের শিক্ষা
- ইউটিউব থেকে আয় করার উপায়
- এডসেন্সের টাকা তোলার পদ্ধতি
- ছোটগল্প লেখার নিয়ম
- মোটিভেশনাল উক্তি
