শয়তান (৭)

play icon Listen to this article
0

শয়তান যদি আল্লাহ হয়ে যেত আর আল্লাহ যদি শয়তান হয়ে যেত তাহলে কি হত? আল্লাহ সব শয়তান মেরে ফেলত।কেন? কারন, একদিন সে শয়তান ছিল। তাহলে?  আমাদের শয়তানকে ধোকা দিতে হবে যেন সে আল্লাহ হয়ে যায়। কিন্তু শয়তানকে ধোকা দিতে কি আমরা পারব? না।কারন, আল্লাহ আমাদের সে সামর্থ্য দেয়নি । তাহলে আল্লাহর বিরুদ্ধে মাঠে নামতে হবে কেন সে আমাদের শয়তানকে ধোকা দেওয়ার সামর্থ্য দেয়নি ; কারন, শয়তানকে ধোকা দিতে পারলেই তো সব শয়তানির কবল থেকে আমরা মুক্তি পেতাম।

এখন কথা হল কিভাবে আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদে নামব।চল, আমরা মসজিদ, মন্দির, গীর্জা,  প্যাগোডা যা আছে সব ভেঙ্গে ফেলি।কিন্তু সেগুলি ভাঙতে গেলে? আমাদের উপর আঘাত আসবে।  এ আঘাত মোকাবিলা করার কোন সামর্থ্য কি আমাদের আছে?  না।তার মানে?  আল্লাহ আমাদের সাথে শয়তানি করতেছেন।তাহলে এ শয়তানকে শয়তান বলা আমাদের কি তাড়াতাড়ি দরকারনা?হ্যাঁ,তাড়াতাড়ি দরকার ।

চল আল্লাহকে শয়তান বলিঃ

আল্লাহ তুমি শয়তান, তুমি শয়তানের দাদা,শয়তানের খালত ভাই, শয়তানের সবচেয়ে আপনজন; তোমার মত শয়তান নাই। তুমি এ শয়তানি থেকে মুক্ত হও। তাহলেই বলব, শয়তান শয়তানকে মেরে ফেলেছে। তুমি যদি সে শয়তান হতে পার তাহলে তুমি প্রকৃত শয়তানের খেতাব পাবে। কিন্তু তুমি কি সে শয়তান হবে?  জানি তুমি হবেনা।তাইতো, তুমি আসলেই শয়তান।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

ভালবাসার নাম কি?

যারা শুধু ভালবাসে মরেনা তারা কভু ভাল বাসেনা আমি তোমায় ভালবাসি, মরবে কি? না মরলে বলব 'বেঁচেছি'।
বাংলাদেশের সেরা দর্শনীয় স্থান

বাংলাদেশের সবচেয়ে সুন্দর টুরিস্ট স্পট

১.কক্সবাজার This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license. Author Mufahim ২.সিলেট চা বাগান This file is

Leave a Reply