0
শরৎ ছোঁয়ায় বঙ্গের আকাশ
নির্মল হয়ে ওঠে,
নদীর পাড়ে মাটির বুকে
কাশ ও শিউলি ফোঁটে।
ভাদ্র-আশ্বিন বাংলাজুড়ে
চলে রূপের মেলা,
বিলের ঝিলে পানকৌড়ির
লুকোচুরি খেলা।
শরৎ রানির আগমনে
কাশফুলেরা হাসে,
বকের সারি দল বেঁধে সব
আকাশ পানে ভাসে।
পুকুর খালে শাপলাদের ওই
মন মাতানো হাসি,
শিশির কণা মুক্তার মতো
ঝরে রাশি রাশি।
বর্ষার বিদায় কৃষক চাষি
রোপে মাঠে ধান,
মন খুশিতে নায়ের মাঝি
ধরে ভাটির গান।
0
ভালো লিখেছেন কবি