শরৎ ছোঁয়া

0

শরৎ ছোঁয়ায় বঙ্গের আকাশ
নির্মল হয়ে ওঠে,
নদীর পাড়ে মাটির বুকে
কাশ ও শিউলি ফোঁটে।

ভাদ্র-আশ্বিন বাংলাজুড়ে
চলে রূপের মেলা,
বিলের ঝিলে পানকৌড়ির
লুকোচুরি খেলা।

শরৎ রানির আগমনে
কাশফুলেরা হাসে,
বকের সারি দল বেঁধে সব
আকাশ পানে ভাসে।

পুকুর খালে শাপলাদের ওই
মন মাতানো হাসি,
শিশির কণা মুক্তার মতো
ঝরে রাশি রাশি।

বর্ষার বিদায় কৃষক চাষি
রোপে মাঠে ধান,
মন খুশিতে নায়ের মাঝি
ধরে ভাটির গান।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মায়ের ছেলে

অত্যাচারীর শোষণ থেকে ফিরে পেতে বাক, সবাই মিলে দেশ স্বাধীনের দেয় বিজয়ের ডাক মায়ের ছেলে মুক্তিসেনা অস্ত্র নিলো হাতে, বিজয়

শব্দের শক্তি

শব্দের শক্তি যেমন ভাবে ভেঙ্গে দিতে পারে তেমন করে গড়তে পারো শব্দের শক্তি ভারে। দেখলে ওঁরাই ধরবে টেনে হতাশ করে

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল ‘

আমার একটি গদ্য কবিতার বই প্রকাশ পেয়েছে 'কনকচাঁপা দোদুল দোল'। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

কবিতা ঘুষ ছাড়া চাকরী কোথায়? আফছানা খানম অথৈ

কবিতা ঘুষ ছাড়া চাকরী কোথায়? আফছানা খানম অথৈ লেখাপড়া শেষ চাকরীর পালা, চাকরী পেলে দু:খ ঘুচবে শান্তি পাবে খালা। পরীক্ষায়

One Reply to “শরৎ ছোঁয়া”

Leave a Reply