0
হঠাৎ তার সাথে দেখা। বলল, এই আপনাকে যে দেখিনা, আপনি কোথায় থাকেন? বললাম, আমি তো এ পথ দিয়েই যাই।এরপর থেকে প্রতিদিন সেখানে দাঁড়িয়ে থাকি, একদিনও তাকে পাইনা। একজনকে বললাম, ও কোথায় রে।বলল, ওতো এখন আর দেশে থাকেনা, ও থাকে বিদেশ।বললাম, তাহলে যে সেদিন সে বলল, আমাকে দেখতে পায়না।বলল, ওটা কথার কথা। এরকম কথা কি আমরা একজন আরেকে দেই? অবশ্যই দেই।এরকম কথা কি আমাদের কাউকে দেয়া উচিত? না উচিত নয়।দিলে কি হওয়া উচিত? কঠিন শাস্তি হওয়া উচিত। সেই কঠিন শাস্তি কি আমরা পেয়েছি? না।তাহলে? কবে আমাদের একটি কঠিন শাস্তি হবে।

0