মাছ

0

আমি যে হাত দিয়ে ভাত খাই সে হাত দিয়ে মাছ ধরি।একদিন একজন বলল, তুই এ হাত দিয়ে মাছ ধরছ কেন? বললাম, কি হয়েছে? বলল, যে হাত দিয়ে ভাত খায় সে হাত দিয়ে মাছ ধরতে নেই। এখন আমি অন্য হাত দিয়ে মাছ ধরি। তারপরও মানুষ আমাকে ডাক দেয়।বলে, এই তোর তো মাছ ধরা হয়না।বলি কি হয়েছে?  বলে, আগে ওই হাত দিয়ে মাছ ঠিক করে নিবি তারপর ধরবি।বললাম,  একজন যে আমাকে আগে ডাক্ দিল।বলল, এরকম ডাক দেয়ই।এখন আমি আগের হাত দিয়ে মাছ ঠিক করি এরপর অন্য হাত দিয়ে মাছ ধরি। আমার কেবলি মনে হয় কোথায় যেন ভুল হয়ে যায়। একজন তো একদিন বলেই ফেলল, তোর মাছ ধরাই হয়না।এখন আমি কি করব বলেন?


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ফুল (৯)

কাল যে ফুলটি ফুটেছে আজ সে ফুলটি ফোটেনি । সে ফুলটির নাম 'সুন্দর '। সে ফুলটি তুমি আমাকে দিলে, আমি

ও আমার অনাগতা প্রিয়া

একদিন একজনকে আমি  বলেছিলাম, এই আমাকে একটি ফুল দাওতো।সে আমাকে একটি ফুল দিয়েছিল।আজ আমার ভীষণ তাকে মনে পড়ছে।মন চাচ্ছে তাকে

পড়ছে মনে মাকে

  পড়ছে মনে ভীষণ ভাবে প্রবাসে আজ মাকে, এই প্রসাবে কে আমায় বলো খোকা বলে ডাকে। মাকে ছেড়ে বাবার ছেড়ে

অমর হয়ে রবে

আকাশ পথে নির্ভীক সৈনিক ছিল অসীম জাওয়াদ, দেশের শত্রুর কাছে ছিলেন এক যম বজ্রনাদ। দেশ সীমান্তে রাখেন নজর বিমান নিয়ে

Leave a Reply