0
তুমি যখন হাস তখন চেয়ে থাকতে ইচ্ছে হয়।অথচ আজ তুমি একবারও হাসলেনা, এ কেমন! বল যেদিন শীতলক্ষ্যার পাড়ে বেড়াতে যাবে সেদিন হাসবে কিনা।তানাহলে যে আমার শীতলক্ষ্যাই ব্যর্থ হয়ে যাবে। শীতলক্ষ্যাকে কে কি দিয়েছে বলতে পার।আমি দিতে চাই সবচেয়ে সুন্দর ফুল। তুমি হাসবে কিনা বল।
যদি হাস খিলখিলিয়ে উঠবে দাঁত। আমি শুধু চেয়ে থাকব, বলব, এ হাসির জন্যইতো আমি অপেক্ষা করছিলাম।
শীতলক্ষ্যা কোন এক রাত প্রভাতে আমার কাছে সুন্দর হাসি প্রত্যাশা করেছিল, আমি দিতে পারিনি।তুমি হাসবে কিনা বল তানাহলে যে শীতলক্ষ্যাকে দেয়া আমার সব কথা মিথ্যা হয়ে যাবে।

0