0
শৈশব বেলার মধুর স্মৃতি
পড়ছে মনে কার,
দল বেঁধে সব বাঁশের সাঁকো
হতাম কতো পার।
কেউবা দিতো সাঁকো থেকে
আচম্বিতে ঝাঁপ,
কারোর গায়ে রঙিন পোশাক
ধরতো কতো ভাব।
বলতো জোরে নবাব পোলা
বকা দিতো তার,
হইহুল্লোড় …….উচ্ছাস নিয়ে
কাদা ছুঁড়ে মার।
মাঝ খালেতে ডুব-সাঁতারে
যায় গড়িয়ে বেলা।
কলার ভেলা ভাসাই সবাই
কতই মজা খেলা।
খাল দাপিয়ে বেজায় খুশি
দুষ্ট ছেলের দল,
চোখের মণি লাল করতো যে
ঘোলা করে জল।
ফিরলে বাড়ি মায়ে বলতো
একি করলে হাল,
ধমক দিয়ে বলতো খোকা
আর যাবি না কাল।
0
ভালো লিখেছেন কবি
আন্তরিক ধন্যবাদ আপনাকে