শৈশব স্মৃতি

0

শৈশব বেলার মধুর স্মৃতি
পড়ছে মনে কার,
দল বেঁধে সব বাঁশের সাঁকো
হতাম কতো পার।

কেউবা দিতো সাঁকো থেকে
আচম্বিতে ঝাঁপ,
কারোর গায়ে রঙিন পোশাক
ধরতো কতো ভাব।

বলতো জোরে নবাব পোলা
বকা দিতো তার,
হইহুল্লোড় …….উচ্ছাস নিয়ে
কাদা ছুঁড়ে মার।

মাঝ খালেতে ডুব-সাঁতারে
যায় গড়িয়ে বেলা।
কলার ভেলা ভাসাই সবাই
কতই মজা খেলা।

খাল দাপিয়ে বেজায় খুশি
দুষ্ট ছেলের দল,
চোখের মণি লাল করতো যে
ঘোলা করে জল।

ফিরলে বাড়ি মায়ে বলতো
একি করলে হাল,
ধমক দিয়ে বলতো খোকা
আর যাবি না কাল।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ত্রিশ লক্ষ প্রাণ

তিন অক্ষরে বিজয় যেন প্রায় ত্রিশ লক্ষ প্রাণ, জীবন দিলো বিজয় পেতে রেখো তাদের মান। আগমনীর বার্তা থাকুক পাঠ্য বইয়ের

মায়ের ছেলে

অত্যাচারীর শোষণ থেকে ফিরে পেতে বাক, সবাই মিলে দেশ স্বাধীনের দেয় বিজয়ের ডাক মায়ের ছেলে মুক্তিসেনা অস্ত্র নিলো হাতে, বিজয়

শব্দের শক্তি

শব্দের শক্তি যেমন ভাবে ভেঙ্গে দিতে পারে তেমন করে গড়তে পারো শব্দের শক্তি ভারে। দেখলে ওঁরাই ধরবে টেনে হতাশ করে

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল ‘

আমার একটি গদ্য কবিতার বই প্রকাশ পেয়েছে 'কনকচাঁপা দোদুল দোল'। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

2 Replies to “শৈশব স্মৃতি”

Leave a Reply