0
ডাক আসিলে যাবে চলে
রঙ্গশালা ছেড়ে,
মায়ার বাঁধন ছিন্ন করে
নিবে তোমায় কেড়ে।
মরণ ডাকে নিস্তেজ হবে
স্বাদের দেহ লাশে,
জগৎ ছেড়ে থাকবে পড়ে
বাঁশ বাগানের পাশে।
সাদা কাপড় কফিন করে
যাবে মাটির ঘরে,
আপন জনে মায়ার টানে
কাঁদবে অশ্রু ঝরে।
কাফিনের নেই পকেট খানা
যাবে শূন্য হাতে,
সময় থাকতে সদয় হলে
পুণ্য যাবে সাথে।
মানুষ সেবায় পরম পাওয়া
সৃষ্টি কুলের কাছে,
মরণের পর জগৎ মাঝে
স্মৃতি হয়ে বাঁচে।
এতিম গরীব দুখী মানব
সদয় দৃষ্টি দিলে,
মৃত্যুর আগে সদয় সেবায়
মুক্তির দিশা নিলে।

0