সাদা কাপড়

play icon Listen to this article
0

ডাক আসিলে যাবে চলে
রঙ্গশালা ছেড়ে,
মায়ার বাঁধন ছিন্ন করে
নিবে তোমায় কেড়ে।

মরণ ডাকে নিস্তেজ হবে
স্বাদের দেহ লাশে,
জগৎ ছেড়ে থাকবে পড়ে
বাঁশ বাগানের পাশে।

সাদা কাপড় কফিন করে
যাবে মাটির ঘরে,
আপন জনে মায়ার টানে
কাঁদবে অশ্রু ঝরে।

কাফিনের নেই পকেট খানা
যাবে শূন্য হাতে,
সময় থাকতে সদয় হলে
পুণ্য যাবে সাথে।

মানুষ সেবায় পরম পাওয়া
সৃষ্টি কুলের কাছে,
মরণের পর জগৎ মাঝে
স্মৃতি হয়ে বাঁচে।

এতিম গরীব দুখী মানব
সদয় দৃষ্টি দিলে,
মৃত্যুর আগে সদয় সেবায়
মুক্তির দিশা নিলে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

ভালবাসার নাম কি?

যারা শুধু ভালবাসে মরেনা তারা কভু ভাল বাসেনা আমি তোমায় ভালবাসি, মরবে কি? না মরলে বলব 'বেঁচেছি'।

Leave a Reply