রোনালদোকে ভালবাসত বিদ্যা দেবী, বিদ্যা দেবীকে ভালবাসত রোনালদো। রাত বিরাতে ছুটে আসত, কেউ কাউকে ছাড়া বাঁচতনা।একদিন বিদ্যা দেবী দেখে রোনালদো পানিতে ভাসতেছে। এই তুমি পানিতে ভাস কেন? ভাসিনা, সাঁতার কাটি।তাহলে আমিও সাঁতার কাটব।না না সাঁতার কাটা সম্ভব নয়, তুমি ডুবে যাবে। ডুবলে ডুবব তবুও সাঁতার কাটব।সাঁতার কাটতে গিয়ে দেখলেন এক বিরাট অজগর। রোনালদো কোন রকমে তাকে বাঁচিয়ে তুলল।এবার রোনালদোকে বাঁচাবে কে, বিদ্যা দেবীকে বাঁচাতে গিয়ে নিজের মৃতপ্রায় অবস্থা।
বিদ্যা দেবী, বিদ্যা দেবী আমাকে বাঁচিয়ে তোল।আমার পক্ষে তো বাঁচানো সম্ভব নয়, আমাকে সাপে কেটেছে। তাহলে তুমি আমার সব বিষ চুষে নাও।তোমার বিষ চুষে নিলে তো আমি মরে যাব। তাহলে কি হবে? চল এ বিষ ভাগাভাগি করে নেই। না বিষ ভাগাভাগি করার কোন উপায় নেই। চল কোন এক সাপুড়ের কাছে যাই যে সমান ভাবে বিষ ভাগাভাগি করার উপায় বলে দেয়। তেমন কোন সাপুড়ে নেই। তাহলে আমাদের কি হবে, আমরা বুঝি এভাবেই মরব।না না মরবনা আস্তে আস্তে বিষ ঠিক হয়ে যাবে। একদিন গেল, দুদিন গেল, তিনদিন গেল, চতুর্থ দিনের শেষে বিষ ঠিক হয়ে গেল। এখন তারা ভাবছে এই প্রেম করে কি হল প্রেমের খবর তো কেউ জানলনা।সিদ্ধান্ত নিল গলায় রশি দিয়ে মারা যাবে। মারা গেলেন দুজন।এখন তাদের প্রেম খুব চারিদিকে চাউর, সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে।
এখন কেউ কাউকে দেখলেই বলে, এই সাপ, সাপ, সাপ!
