সাপ (৩)

0

রোনালদোকে ভালবাসত বিদ্যা দেবী, বিদ্যা দেবীকে ভালবাসত রোনালদো। রাত বিরাতে ছুটে আসত, কেউ কাউকে ছাড়া বাঁচতনা।একদিন বিদ্যা দেবী দেখে রোনালদো পানিতে ভাসতেছে। এই তুমি পানিতে ভাস কেন?  ভাসিনা, সাঁতার কাটি।তাহলে আমিও সাঁতার কাটব।না না সাঁতার কাটা সম্ভব নয়, তুমি ডুবে যাবে। ডুবলে ডুবব তবুও সাঁতার কাটব।সাঁতার কাটতে গিয়ে দেখলেন এক বিরাট অজগর। রোনালদো কোন রকমে তাকে বাঁচিয়ে তুলল।এবার রোনালদোকে বাঁচাবে কে, বিদ্যা দেবীকে বাঁচাতে গিয়ে নিজের মৃতপ্রায় অবস্থা।

বিদ্যা দেবী, বিদ্যা দেবী আমাকে বাঁচিয়ে তোল।আমার পক্ষে তো বাঁচানো সম্ভব নয়, আমাকে সাপে কেটেছে। তাহলে তুমি আমার সব বিষ চুষে নাও।তোমার বিষ চুষে নিলে তো আমি মরে যাব। তাহলে কি হবে?  চল এ বিষ ভাগাভাগি করে নেই। না বিষ ভাগাভাগি করার কোন উপায় নেই। চল কোন এক সাপুড়ের কাছে যাই যে সমান ভাবে বিষ ভাগাভাগি করার উপায় বলে দেয়। তেমন কোন সাপুড়ে নেই। তাহলে আমাদের কি হবে, আমরা বুঝি এভাবেই মরব।না না মরবনা আস্তে আস্তে বিষ ঠিক হয়ে যাবে। একদিন গেল, দুদিন গেল, তিনদিন গেল, চতুর্থ দিনের শেষে বিষ ঠিক হয়ে গেল। এখন তারা ভাবছে এই প্রেম করে কি হল প্রেমের খবর তো কেউ জানলনা।সিদ্ধান্ত নিল গলায় রশি দিয়ে মারা যাবে। মারা গেলেন দুজন।এখন তাদের প্রেম খুব চারিদিকে চাউর, সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে।

এখন কেউ কাউকে দেখলেই বলে, এই সাপ, সাপ, সাপ!

 

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

ওঁরা আপন জন

ঘুমের থেকে ওঠরে জেগে ওহে মুসলিম গণ, দেখরে চেয়ে মরছে যারা ওঁরা আপন জন। মুসলিম হলে কেমন করে থাকো আজি

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক বাহিনী বুলেট ছোড়ে ঝাঁঝরা করে

Leave a Reply