0
সাম্যের রবি
মোঃ রুহুল আমিন
বিদ্রোহ কবি সাম্যের রবি
ছিলেন কাজী কবি,
জাত পাতের বিভেদ ভুলে
মানব প্রেমের ছবি।
সবার উপর মানুষ সত্য
ধারণ করে বক্ষে,
মেথর,মুচি,কামার তাঁতি
সমান তাহার চক্ষে।
কাজী কবি কষ্টের মাঝে
বেড়ে উঠা ছেলে,
বিদ্রোহী-শাণ কাঁপে বৃটিশ
গেলো তিনি জেলে।
মানব প্রেমের সাম্যের কবি
আঁধার নাশের বাতি,
তোমায় পেয়ে এই বঙ্গেতে
ধন্য বাঙাল জাতি।
বিদ্রোহী-শাণ কলম জোরে
কাঁপে বৃটিশ বেদি,
অন্যায় রোধে বিদ্রোহী সুর
ছিলে জানি জেদি।
শাসক শ্রেণীর শোষণ রোধে
পঙতি গুলো লিখা,
দ্রোহী ভাবটা জানতে পারি
পড়ে “প্রলয় শিখা” -।
বিদ্রোহী প্রেম সাম্যেয় ভরা
আর ধারালো শব্দ,
লেখার মাঝে শাসক শ্রেণী
করলে তুমি জব্দ।
রক্তের গতি বাড়িয়ে দেয়
পড়লে “বিষের বাঁশী”-।
কাড়লে তুমি বৃটিশ বেদির
শোষকের ঐ হাসি।

0