সালাত আদায় ও অতপর :

2

 

সালাত আদায় ও অতপর :

—————————————-

বেশ কিছুদিন আগে , ঢাকার সংসদ ভবন রো‌ডে আসাদ‌ গেইট যাওয়ার প‌থে ট্রা‌ফিক জ্যা‌মের মধ্যেই যাত্রিবাহি বাসে ব‌সে‌ছি‌লাম। বাস থেকে দেখলাম লোক‌টি পিকআপ ভ্যা‌নে ব‌সে মাগ‌রি‌বের নামায পড়‌ছি‌লেন ! (আমার নিজের হাতের মুঠো ফোনের ক্যামেরায় তোলা ছবি সংযুক্ত করা হয়েছে)

মাশাল্লাহ। আল্লাহ প্রা‌প্তির কত সুদর্শন চিত্র। দেখে ভাল লাগল। বলা হয়, নামায মো‌মি‌নের জন‌্য মেরাজ অর্থ‌্যাৎ নামা‌যের একাগ্রতায় মো‌মিনের সা‌থে স্বয়ং আল্লাহর সা‌থে স্বাক্ষাৎ বা দেখা হয়। অথচ নামায আদায় নিয়ে আমা‌দের কত অযুহাত ,কত সমস্যা।

কুরআ‌নে আল্লাহ ৩ ওয়া‌ক্তের সালা‌তের কথা ব‌লে‌ছেন , আবার রাসূল ৫ ওয়াক্ত সাল‌াত আদায় ক‌রে‌ছেন। খোলাফায়ে রাশেদিনের অন্যতম খলিফা ও রাসূলের জামাতা মওলা আলী ব‌লে‌ছেন, আমি এক‌টি সেজদাও আল্লাহ‌কে দেখা ছাড়া দেই‌নি অথচ মেরাজে আল্লাহর সা‌থে সাক্ষাৎ হ‌য়ে‌ছিল রাসু‌লের। আবার রাসুলের সাহাবা হয়েও অনেকে রাসুলের ইমামতিতে নামায আদায় করেও রাসূলের সাথে বিরোধীতা করেছেন, শত্রুতা করেছেন ইসলামের।

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ও সত্যিকারের মোমিন হয়ে ওঠার জন্য শুধু নামায আদায় করলেই হবেনা সাথে রাসূলের প্রতি সম্মান ও শ্রদ্ধা থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন। যদি সেজদা দিয়েই আল্লাহকে খুশি করানো যেত তাহলে শয়তান বা ইবলিশ আল্লাহর লানতের স্বীকার হয়ে অভিসপ্ত হতনা।

তাহ‌লে এই নামায বা সালাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের রহস্য কি ? কিভা‌বে সালাত বা নামায আদায় কর‌লে আমরা প্রকৃতভা‌বে আল্লাহ‌কে পাব ?

– জা‌হিদ আহ‌মেদ ও তার স্মৃ‌তি প‌রিষদ।

 

AVvXsEgOkyUtPhtgK1HKxVdRkFPyTgpEZRwDCIKrLTloodmbrlQI5oLnTRG1Uu87 U6BSdm9H1d32kJMIZcoQkqsMYvhqUaZDtrgZpoPYahH1hhcQiafcNEsEIrC 3tSz4o8brnUVEKkWz9cuyVJ4b4ZRmjev74kjoDhuKl fdZUHPJKO5SBF6KlpJFDheJ0BKt3=w601 h356

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

Zahid Ahmed /জা‌হিদ আহমেদ

Author: Zahid Ahmed /জা‌হিদ আহমেদ

সম্ভ্রান্ত মুস‌লিম মধ্য‌বিত্ত প‌রিবা‌রে জন্ম নি‌য়ে জীবণ ও বাস্তবতা‌কে খুব কাছ থে‌কে দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। মানু‌ষের সা‌থে নী‌বিড়ভা‌বে মিশ‌তে পারার দক্ষতা‌কে কা‌জে লা‌গি‌য়ে জীবণ সম্প‌র্কে সূক্ষ্ম দার্শ‌নিকতা ও বস্তুগত পার্থক্য ঊপল‌ব্ধিতায় সর্বদা জীবণ , চ‌রিত্র ও মান‌বিকতার মা‌নে‌ান্নয়ন করার চেষ্টা ক‌রে যা‌চ্ছি। আমার কা‌ছে জীবণ অর্থ কখনও যুদ্ধ কখনও অর্থ নদী। স্বপ্ন হাজার , সফলতা ক্ষীণ কিন্তু চেষ্টায় অব্যর্থ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মূল কাঠামো চাও

ন্যায়বিচারের শাসন নীতি মূল কাঠামো চাও, সত্যের বিধান ধারকগণের সুযোগ তবে দাও। বিধান মতে রাজ কায়েমে দিলে সবাই মত, জাতি

আক্রোশ গন্ধ

আক্রোশ গন্ধ মোঃ রুহুল আমিন বঙ্গ দেশেই ছিল একটা স্বৈরাচারী রাজা, জনের দিতো নির্মম ভাবে কঠিনতম সাজা। শিকল বেড়ি ডান্ডা

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বিকল্প নাই

আযান শুনে নামাজ পড়ো মুসলিম তুমি ভাই। ইসলামী ওই শাসন নীতির বিকল্প যে নাই। প্রভুর প্রতি একিন তোমার ঈমানের ওই

Leave a Reply