0
তুমি যদি ফুল হয়ে ফুটতে তাহলে কি হত? আমি কাছে যেতাম, ছুঁয়ে দেখতাম, গন্ধ নিতাম, বলতাম, ” তুমি কত সুন্দর “। আজ তুমি ফুল নও আজ আমি কি করি? শুধুই চেয়ে চেয়ে দেখি।তাহলে? “আমার এ অপেক্ষার শেষ হবে কবে?”
কোন একজন বলেছে, আমার এ অপেক্ষার প্রহর নাকি আগামী বর্ষায় শেষ হবে। আমি বলি, আমার এ অপেক্ষার প্রহর আগামী শরতে শেষ হোক, কারন, শরতে সবচেয়ে সুন্দর ফুল ফোটে; আমি কি……. সুন্দর ফুল না দেখে থাকতে পারি?

0