0
সূর্য অস্ত যায় যায়, কে যেন আসবে বলেছে আসেনা; এই সূর্য তুমি অস্ত যেওনা সে আসুক ; না সে আসবেনা; কে বলেছে? কোন একজন;তাহলে তুমি অস্ত যাও।অস্ত গেল সূর্য। এই সে এসেছে। আমি যে অস্ত গেলাম? তাহলে আমার কি হবে? আমি আবার আগামীকাল উঠব।আগামীকাল উঠলেতো হবেনা, দরকার এখন।তাতো সম্ভব নয়। তাহলে কি অপেক্ষা করতে হবে? হ্যাঁ, অপেক্ষা কর।অপেক্ষার অবসান হয়না।শেষ পর্যন্ত হল অপেক্ষার অবসান, উঠল সূর্য। এখন তাদের প্রেম নিবেদনের পালা: একজন আরেকজনের গলায় মালা পরাচ্ছে : এই তুমি এতদিন কোথায় ছিলে? কেন তোমার নিকটে! কই? সূর্য উঠেনি, তুমি টেনে পাওনি, এখন টের পাচ্ছতো? হ্যাঁ পাচ্ছি, কিন্তু এতদিন কোথায় ছিলে সে কথা বল।বললামনা তোমার নিকটে, সূর্য উঠেনি টের পাওনি।তাহলে কি সব দোষ সূর্যকে দেব? হ্যাঁ সূর্যকেই দাও।এই সূর্য তুমি দূর, দূর হও!
0