0
কেউ যদি আমাকে বলে লন্ডন যেতে আমি কি লন্ডন যাব?
না, যাবনা।কারন, আমি একজনকে ভালবাসি। আমি তাকে নিয়ে থাকতে চাই।
সে যদি বলে হাসতে আমি হাসি,সে যদি বলে কাঁদতে আমি কাঁদি। সে যাই বলে তাই আমি করি। কারন, তাকে ছাড়া আমার কিছুই ভাল লাগেনা।
কিন্তু সে আজ নাই।আমি কি করব?
আমি লন্ডন যাব।
তেমন একটি লন্ডন কোথায় পাব?
সেটি যদি পৃথিবীর ওপারে হয় ওপারে যাব।তারপরও সে লন্ডন আমি চাই।
যদি ওপারে না থাকে তাহলে মঙ্গলে থাকে মঙ্গলে যাব।
আর যদি মঙ্গলে না থাকে তাহলে অন্য কোথাও থাকে সেখানে যাব।
অর্থাৎ সেটি যেখানেই থাক্ সেখানে যাব। কারন সেথায় না গেলে আমার কিছুই ভাল লাগবেনা।
0