0
সে শুধু আমাকে ভালবাসেনা আমাকে দেখলে রাস্তায় দাঁড়িয়ে থাকে। একদিন বললাম, এই তুমি রাস্তায় দাঁড়িয়ে আছ কেন? বলে, তোমাকে না দেখলে আমার ভাল লাগেনা। এখন আমি নিয়মিত রাস্তায় দাঁড়িয়ে থাকি কিন্তু সে আসনা।জিজ্ঞেস করলাম, তোমাকে এখন আর দেখা যায়না কেন? বলে, তোমাকে না দেখে আমি থাকতে পারিনা, তাই এখন আর আসিনা।বললাম, তাহলে সারাক্ষণ দাঁড়িয়ে থাকব।বলে, সেটাতো সম্ভবনা।এখন আমি কি করব বলেন, এদিকও যেতে পারতেছিনা ওদিকও যেতে পারতেছিনা ; না পারি কাছে টানতে না পারি বুকে ধরে রাখতে।

0