সে –৯

0

সে শুধু আমাকে ভালবাসেনা আমাকে দেখলে রাস্তায় দাঁড়িয়ে থাকে। একদিন বললাম,  এই তুমি রাস্তায় দাঁড়িয়ে আছ কেন?  বলে, তোমাকে না দেখলে আমার ভাল লাগেনা। এখন আমি নিয়মিত রাস্তায় দাঁড়িয়ে থাকি কিন্তু সে আসনা।জিজ্ঞেস করলাম, তোমাকে এখন আর দেখা যায়না কেন? বলে, তোমাকে না দেখে আমি থাকতে পারিনা, তাই এখন আর আসিনা।বললাম, তাহলে সারাক্ষণ দাঁড়িয়ে থাকব।বলে, সেটাতো সম্ভবনা।এখন আমি কি করব বলেন, এদিকও যেতে পারতেছিনা ওদিকও যেতে পারতেছিনা ; না পারি কাছে টানতে না পারি বুকে ধরে রাখতে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কায়িক শ্রমিক

কায়িক শ্রমে শ্রম বিকিয়ে ভাতের গন্ধ পাই, দুমুঠো ভাত জোগাড় করতে কত হিমশিম খাই। পেটের দায়ে --ঘাম ঝরিয়ে টাকা কামাই

প্রবাসীরা সোনার ছেলে

প্রবাসীরা সোনার ছেলে মোঃ রুহুল আমিন সোনার ছেলে আপন ছেড়ে প্রবাসে দেয় পাড়ি, জীবন মরণ লড়াই করে টাকা পাঠায় বাড়ি।

উপন্যাস পর্ব তিন মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "তিন" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ পরদিন শান্তা ক্লাশে যাচ্ছে ঠিক তখনি ছাত্রনেতা ভুট্টো এসে

সোনার ছেলে চাই

সোনার ছেলে হবার জন্য চলো স্কুলে যাই, সবার আগে সোনার ছেলে হতে আমি চাই। লেখাপড়া শিখলে সেতো সোনার ছেলে হবে,

Leave a Reply