সৈয়দ ওয়ালীউল্লাহ- লেখক ডট মি

সৈয়দ ওয়ালীউল্লাহর জীবনী

0

সৈয়দ ওয়াললীউল্লাহ১৯২২সালের১৫ আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম নেন।তার পিতার নাম আহমাদউল্লাহ ,তিনি ছিলেন সরকারি কমকর্তা।  মা নাসিম আরা খাতুন ছিলেন উচ্চশিক্ষিত ও সংস্কৃতিমান।সৈয়দ ওয়ালীউল্লাহ মাত্র ৮বছর বয়েসে মাতৃ হারা হন।

শিক্ষা জীবন

তিনি ১৯৩৯সালে কুড়িগাম উচ্চ বিদ্যলয় থেকে মাধ্যমিক ও১৯৪১সালে ঢাকা কলেজ থেকে উচ্চ  মাধ্যমিক পাশ করেন। তার আনুষ্ঠানিক ডিগ্রি ছিল ডিস্টক্ম্শনসহ বিএ।

পেশা জীবন

তার পেশা জীবন শুরু হয় ‘দৈনিক স্টেটমেন্ট ‘পত্রিকায় সাংবাদিকতা দিয়ে। মাঝখানে কিছু দিন বেতারে চাকরি করেন।তারপর বিদেশে পাকিস্তান দূতাবাসে কাজ করেন। সবশেষে পেরিসে কাজ করেছেন ইউনেস্কো সদর দপ্তরে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে তিনি পেরিসে থেকেই বাংলাদেশের পক্ষে কাজ করেন।

লেখক হিসেবে সৈয়দ ওয়ালীউল্লাহ

তিনি একজন লেখক। তার প্রথম গল্পগন্থ ‘নয়নচারা’পকাশিত হয় ১৯৪৫সালে।তারপর একে একে পকাশিত হয় উপন্যাস ‘লালসালু'(১৯৪৯),নাটক ‘বহিপীর'(১৯৬০),সুরঙ্গ (১৯৬৪),উপন্যাস ‘চাঁদের অমাবস্যা ‘(১৯৬৪),গল্পগন্থ ‘দুই তীর ও অন্যান গল্প ‘(১৯৬৫),নাটক ‘তরঙ্গভঙ্গ'(১৯৬৫)উপন্যাস ‘কাঁদো নদী কাঁদো ‘(১৯৬৮)।তিনি সাহিত্য কমের জন্য”পিইএন পুরষ্কার” (১৯৫৫)”বাংলা একাডেমি পুরষ্কার “(১৯৬১),” আদমজী পুরষ্কার “(১৯৬৫)ও “একুশে পদক” (মরণোত্তর, ১৯৮৪)লাভ করেন।

সৈয়দ ওয়লীউল্লাহ তিনি অক্টোবর, ১৯৭১সালে পেরিসে থাকতে মৃত্যুবরণ করেন।

 

আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়। তবে, তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। বিদ্যাসাগর উপাধিটি সংস্কৃত ভাষা ও সাহিত্যে
হযরত আবু বকর রা. এর জীবনী

হযরত আবু বকর (রা.) এর জীবনী

হযরত আবু বকর (রা.) সিদ্দিক, যার সম্পর্কে বলা হয়, "বাদল আম্বিয়া, আশরাফুল নাস"- অর্থাৎ নবি-রাসুলের পরে, মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন
ইমাম আবু হানিফা (রহ.) এর জীবনী- লেখক ডট মি

ইমাম আবু হানিফা (রহ.) জীবনী

  ইসলাম হচ্ছে একমাত্র মহা সত্য ধর্ম। যেখানে প্রতিটি মুসলমানকে ইসলামের নানান নিয়মকানুন মেনে চলতে হয়। রাসুলুল্লাহ সা. পরবর্তীতে যে

লেখক যোগীন্দ্রনাথ সরকারের জীবনি

(more…)

Leave a Reply