0
গভীর ঘুমে আচ্ছন্ন কবি। কিছুই তার ভাল লাগেনা। সে শুধু স্বপ্ন দেখে কে যেন তাকে ডাকছে। ঘুম থেকে উঠে কিছুই দেখেনা।এইভাবে দিন যায়।একদিন দেখে একটি হরিণ হরিণীকে ডাকছে। সেই থেকে সে হরিণীর চিন্তায় বিভোর। কিন্তু কোথাও হরিণী নেই। একদিন হঠাৎ একটি হরিণী এসে বলে আমি তোমাকে ভালবাসি। সে বলে এতে অশেষ আনন্দের খবর, এখবর আগে দিলেনা কেন? আগে দিলেতো আমি অনেক আগেই আমি হরিণ হয়ে যেতাম।হরিণী বলে, এখন তো দিলাম এখন হরিণ হয়ে যাও।তখন সে হরিণ হয়ে যায়।
সেই থেকে সে শুধু হরিণী খোঁজে কিন্তু মনের মত হরিণী পায়না।একদিন দেখে নদীর ধারে এক বিশাল হরিণী ঘাস খাচ্ছে। সেও ঘাস খাওয়া শুরু করে এবং এক বিশাল হরিণে পরিণত হয়।এখন সে ভাবে এখন থেকে শুধু আমাকে হরিণ হওয়ার সাধনাই করতে হবে।

0