0
একটাই পৃথিবী একটাই গান।অথচ তুমি আমার শুধু একজন। তুমি যদি একজন না হয়ে হাজার জন হতে তোমাকে অনেক বেশি ভালবাসতাম।তুমি কেন একজন হতে গেলে তুমি আজই হাজার জন হয়ে যাও।তোমার নামে কতজন আছে তারা সবাই নিজেকে হাজার জন ভাবে অথচ তুমি একজন।তুমি কেন একজন তুমি হাজার জন হয়ে যাও তানাহলে সবাই ভাববে আমি এমন একজনের সাথে প্রেম করি যে শুধুই একজন।এমন কারো সাথে কি প্রেম করা উচিত যে শুধুই একজন? তার সাথেই প্রেম করা উচিত যে হাজার জন, হাজার হাজার জন। তানাহলে যে কাক মরে যাবে, বক মরে যাবে, শালিক মরে যাবে কারন তারা সবাই ধান খেয়ে বাঁচে তারা ভাববে একজনের সাথে প্রেম করে লাভ কি, করলে হাজার জনের সাথে করব।একজনের সাথে প্রেম করে আজ পর্যন্ত কারো তৃপ্তি এসেছে? আসেনি তাইতো আমি হাজার জন খুঁজি যেই তুমি শুধু একজন নও হাজার হাজার জন, লক্ষ লক্ষ জন।

0