0
ধর ধরনীতে কোন মানুষ নাই, সব চলে গেছে চন্দন দ্বীপের রাজপ্রাসাদে, তখন তুমি কি করবে? তুমিও সেখানে চলে যাবে, ভাববে এখানে থেকে আমার লাভ কি, সব চন্দন দ্বীপে”’ চলে গেছে চন্দন দ্বীপে চলে যাই। সেখানে গিয় তুমি কি করবে? তুমি তোমার সবচেয়ে আপনজন খুুঁজবে যে তোমাকে ভালবেসে একদিন এক গ্লাস পানি তোমার ঠোঁটের কাছে এগিয়ে দিয়েছিল।আজ আমি তোমার এমন একজন মানুষ যে তোমার জন্য তার সবচেয়ে প্রিয় বস্তু’ কোরবানি করতে পারে, তুমি আমাকে কি দেবে বল? না, না আমার কাছে কিছু নেই, শুধু আছে একটি হীরের আংটি তাও কম দামী। তাহলে তুমি তোমার ঐ হীরের আংটিই দাও আমি সেটা নিয়েই সন্তুষ্ট থাকি।
আরো পড়ুন-
0