আঁধার চিড়ে

0

আঁধার চিড়ে

সাজেদুর রহমান

আঁধার চিড়ে শূন্যে যে মুখ ভেসে ওঠে
তাকে যায় না ধরা, যায় না ছোঁয়া
সকল ধরা-ছোঁয়ার মাঝে ।

সে যে লুকিয়ে বেড়ায় গগন-তারার ফাঁকে ফাঁকে
যায় হারিয়ে, যায় মিলিয়ে
পাই না তারে, পাই না পরশ
শুন্য দু’হাত ফিরে আসে, শূন্যতারই অন্ধকারে !
বহে ব্যথা বহ্নিজ্বালায় হৃদয়কোণের শুন্যপাড়ে
তাকে যায় না ধরা, যায় না ছোঁয়া
সকল ধরা-ছোঁয়ার মাঝে ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Sazedur Rahman

Author: Sazedur Rahman

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

One Reply to “আঁধার চিড়ে”

Leave a Reply