0
নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে
কষ্টে মোড়া এ জীবন,
চাওয়াগুলোকে পরিহাস করে
অপূর্ণতায় পূর্ণ ভুবন।
প্রাপ্তি কেবল হতাশাতে মেলে,
চাইতেও যেন করে ভয়!
যেখানে আমার সমস্ত চাওয়া
না-পাওয়াতে শেষ হয়।।

0
নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে
কষ্টে মোড়া এ জীবন,
চাওয়াগুলোকে পরিহাস করে
অপূর্ণতায় পূর্ণ ভুবন।
প্রাপ্তি কেবল হতাশাতে মেলে,
চাইতেও যেন করে ভয়!
যেখানে আমার সমস্ত চাওয়া
না-পাওয়াতে শেষ হয়।।