0
মানব হয়ে জন্মে যেজন
পায়নি মানবজীবন,
খেল-তামাশার দুনিয়াতে তার
বেঁচে থাকাও যাতন।
যতই তালাশ করে ফিরি
সমাধানের গলি,
সমস্যারা ভাইরাস হয়ে
বংশ গজায় খালি।
ক্ষুদ্র আয়ুর জনম যেথায়
মুশকিলে রয় ঘেরা,
কবেতে আর মুক্তি পাব…
সবর যেন সারা।।

0