কবিতা: ক্ষয়িষ্ণু সবর

0

মানব হয়ে জন্মে যেজন

পায়নি মানবজীবন,

খেল-তামাশার দুনিয়াতে তার

বেঁচে থাকাও যাতন।

 

যতই তালাশ করে ফিরি

সমাধানের গলি,

সমস্যারা ভাইরাস হয়ে

বংশ গজায় খালি।

 

ক্ষুদ্র আয়ুর জনম যেথায়

মুশকিলে রয় ঘেরা,

কবেতে আর মুক্তি পাব…

সবর যেন সারা।।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Mun Farhana

Author: Mun Farhana

একজন hermeticist এর আত্মকাব্য

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

কবিতা: ফিরে এসো বৃষ্টি

বৃষ্টি তুমি ফিরে এসো বারবার, বৃষ্টি তুমি ফিরে এসো বারবার। অঝোর ধারায় ঝরে পড়ে আমার এই মন কেড়ে দগ্ধ প্রাণ

Leave a Reply