কেন

0

কোনদিন যাকে দেখিনি, কোনদিন যার সাথে কথা হয়নি সে আজ আমাকে চিঠি লিখেছে।লিখেছে কেমন আছ? আমি বললাম ভাল আছি তবে যতটুকু ভাল থাকলে ভাল বলা যাবে ততটুকু ভাল নেই। সে বলল কেন? আমি বললাম কেন জানি এ কেন’র উত্তর আমার জানা নেই। সে বলল পরবর্তী চিঠিতে এর উত্তর দিতে। আমি বললাম এর উত্তর কোনদিনই হয়ত জানা সম্ভব নয়।সে বলল,কেন? আমি বললাম সব কেন’র যদি উত্তর হত তাহলে কোন হয়ত কেন’রই জন্ম হতনা।সে বলল, কেন? আমি বললাম, এই কেন’রও উত্তর নেই। সে বলল, তাহলে কেন’র কেন সৃষ্টি হয়? আমি বললাম কেন’র মনে হয় কোন মা আছে যে তার কেনকে চিনেনা।সে বলল, তাহলে কেন’র মাকে দিয়ে কি হবে? আমি বললাম, কেন’র মা আছেন বলেই তো কেন বেঁচে আছে। সে বলল, এমন বাঁচার দরকার নেই।

সেই থেকে আমি কেনকে নিয়ে ভাবছি। কেন যদি কোনদিন মারা যায় তাহলে বলব, বালা গেছে। আসলে কি কেন কোনদিন মারা যাবে?  এর মারা যাওয়া হয়ত কোনদিনই  সম্ভব নয়।কারন, কেন’র যদি কোন কেন থাকত তাহলে সব কেন মারা যেত।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

অযত্ন ও অবহেলায় এবং জনচক্ষুর আড়ালে থেকে যাওয়া ঢাকার কিংবদন্তি নবাব স্যার খাজা স‌লিমুল্লাহ বাহাদুর এর অবদান ও ইতিহাস

অযত্ন ও অবহেলায় এবং জনচক্ষুর আড়ালে থেকে যাওয়া ঢাকার কিংবদন্তি নবাব স্যার খাজা স‌লিমুল্লাহ বাহাদুর এর অবদান ও ইতিহাস ----------------------------------------------------

ইসলামিক বা মুসলিম দেশে যত সব ভাস্কর্য / মুর্তি 

ইসলাম‌িক  বা মুসলিম দেশে যত সব ভাস্কর্য / মুর্তি --------------------------------------------------------------- পা‌কিস্তান , সৌ‌দি আর‌ব ও ইন্দো‌নে‌শিয়ার মত মুস‌লিম সংখ্যাগ‌রিষ্ঠ দে‌শে

কায়িক শ্রমিক

কায়িক শ্রমে শ্রম বিকিয়ে ভাতের গন্ধ পাই, দুমুঠো ভাত জোগাড় করতে কত হিমশিম খাই। পেটের দায়ে --ঘাম ঝরিয়ে টাকা কামাই

প্রবাসীরা সোনার ছেলে

প্রবাসীরা সোনার ছেলে মোঃ রুহুল আমিন সোনার ছেলে আপন ছেড়ে প্রবাসে দেয় পাড়ি, জীবন মরণ লড়াই করে টাকা পাঠায় বাড়ি।

Leave a Reply