গানে গানে

0

আমি তাকে কতবার বলেছি আমাকে একটি গান শোনাও।

কিন্তু সে কখনও আমাকে গান শোনায়নি।

সে শুধু বলে, ‘ভালবাসি’ ভালবাসি।কিন্তু কখনও গান শোনায়না।

শুধু ভালবাসলে কি হয়?  গান শোনাতে হয়না?

একদিন কাটাবন পাহাড় দেখতে গিয়েছিলাম।

বললাম এখন একটি গান শোনাও।

কিন্তু শোনায়নি।

বলে, কাঁটাবন পাহাড় দেখতে এসেছ কাঁটাবন পাহাড় দেখ পরে গান শোনাব।

যেদিন নীলদিঘি পাহাড়ের কাছে সে ফুল তুলতে গিয়েছিল সেদিন বলেছিলাম একটি গান শোনাও।

সেদিনও সে শোনায়নি।

আজ তার জন্মদিন আজ যদি কেউ তাকে একটি কালো খোঁপা উপহার দেয় সি কি গান শোনাবে?

শোনাবেনা।

সে যদি কোনদিন ফ্লোরেন্সে বিয়াত্রিচের সমাধিতে ফুল দিতে যায় সে কি গান শোনাবে?  শোনাবেনা।

সে কেন এমন?  সে কেন গান শোনায়না?

একদিন বললাম, তুমি কেন আমাকে গান শোনাওনা?

বলে ‘”গান শুনিয়ে কি হবে?

গান শুনিয়ে কে কি করতে পেরেছে? ”

সে আসলে কেন গান শোনায়না?

তার কি কোন অন্য কিছু আছে?

একদিন এ নিয়ে ভাবতে হবে  ।

ভেবে যদি কিছু পাই বলব এতদিনে কিছু পেয়েছি।

আসলে  কিছু কি পাওয়া সম্ভব?

আমার কেন জানি মনে হয় কিছু পাওয়া   কেন যেন সবকিছুর উর্ধ্বে।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন সর্দার

Author: মোঃ আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

Leave a Reply