খুকীর আবদার

0

চার বছরের খুকী ঘুমায়

মা’র গল্প শুনে–

ঘুমিয়ে পড়ে, স্বপ্ন দেখে

বাবাকে পড়ে মনে।

মাথার উপর মাঝ দেয়ালে

টাঙ্গানো বাবার ছবি

মা বলেন- ‘সে মস্ত মানুষ

তা-র মতন হবি?’

কোথায় আছে বাবা আমার

বলোনা একটি বার–

এনে দিলে তোমায় দেব

পুরো –পুতুলের সংসার।

খেলনা, জামা, গাড়ী, জুতো

সব নিয়ে যাও তুমি,

যেতে দিলে এক্ষুনি যাই

বাবার কাছে আমি।

চাই না চুড়ি, রঙিন ফুলে

যাবো না ঘরের বার,

একটি বার রাখ কেবল,

আমার এ আবদার।

সাথীর বাবা ব্যবসা করে

মস্ত বড় লোক,

বাবা আমার ফ্রেমে বাধা

কেমন মলিন মুখ!

আনু কেবল বিদেশ ঘোরে

ক-ত ছবি তোলে–

বাবার কাঁধে সফর করে

শীতের ছুটি এলে।

আমার ছুটি টিভি দেখে

মোবাইল গেমে কাটে,

মায়ের কোন নেই অবসর

ঘরে বাইরে ছুটে।

ছবির বাবা ভাল্লাগেনা

কেনই বা গেছে ফেলে?

আসলে পরে বলব তারে

কোথায় লুকিয়ে ছিলে?

ঘুমিয়ে রাতে স্বপ্নে দেখি

আমি বাবার কোলে–

জড়িয়ে গলা ঘুরে বেড়াই

ফিরি সন্ধ্যা হলে।

আমি যদি স্কুলে যাই

আর না তোমার সাথে–

শর্ত শুধু বাবা যাবে

ধরবে আমার হাতে।

মাঝে মাঝে আনমনা মা

যাই না তখন কাছে–

উদাস চোখে বাইরে দেখে

আঁচলে চোখ মুছে।

কি হয়েছে চুপ কেন গো

করেছ অভিমান?

বলবনা আর বাবার কথা

এই ধরেছি কান !

খুঁজবনা আর ছবির মানুষ

ভাববনা এসব আর

নামিয়ে ফেল ফ্রেমটা এবার

থাকব নির্বিকার।

বলব না আর বাবার কথা

খাবোনা তোমার হাতে–

তোমার সাথে অনেক হোল

এবার ঘুমাই বাবার সাথে।

খুকী দেখে চাঁদের পানে

ধূসর মেঘের কোলে–

হারিয়ে যাওয়া বাবার খুঁজে

বালিশ ভিজে জলে।


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

MD MOINUL ISLAM

Author: MD MOINUL ISLAM

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

One Reply to “খুকীর আবদার”

Leave a Reply