ছুটির দিন

0

অফিস ছুটির দিনে নানান
জায়গা ঘুরে দেখি,
নিশুতি রাত জেগে নির্ঘুম
চোখে সবি লেখি।

লেখার মাঝেই বৈচিত্র্যময়
রূপটা তুলে ধরি,
আপন ভাবনায় নিজের জ্ঞানে
লিখতে চেষ্টা করি।

তাইতো আমার ছুটির দিনে
ঘুরতে ভালো লাগে,
নিজের কাজটা গুছিয়ে তাই
ছুটি সবার আগে।

চোখের মাঝে প্রান্তিক চাষীর
দৃশ্যমান দেয় নাড়া,
প্রাকৃতিক ওই দুর্যোগ আজকে
খুব অসহায় তাঁরা।

তাদের ভাবনা মনের কোণে
আমায় পেয়ে বসে,
সব কিছুর যায়না মিলানো আজ
অঙ্কটা খাতায় কষে।

সোনায় মোড়ানো এই দেশের
সোনার বাংলার মাটি
সরল সহজ কৃষক শ্রমিক
সোনার চেয়ে খাঁটি।

প্রান্তিক কৃষক শ্রমিক দেশের
জনগোষ্ঠীর জন্য,
তাদের ভেবে করলে বাজেট
জাতি হবে ধন্য।

গাঁয়ের ঘামে ফসল ফলায়
দিচ্ছে তুলে অন্ন,,
তাঁরাই দেশের শ্রেষ্ঠ সন্তান
তাদের করি গণ্য।

তাইতো আজকে ছুটির দিনে
ঘুরতে গিয়ে লেখা,
লেখার মাঝে উঠলো ফুটে
আপন চোখে দেখা।

অনেক কিছু লেখেন সবাই
কৃষক রাখে বাদে,
দেখলে তাদের ঘামের শরীর
মনটা আমার কাঁদে।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

কবিতা অভিনয় আফছানা খানম অথৈ খারাপ পুরুষ অতি চালাক অভিনয়ে সে সেরা ছলাকলার ফাঁদে পেলে হৃদয় করে কারা। ইনিয়ে বিনিয়ে

মহান পেশা

শিক্ষা পেশার শিক্ষকগণে দাবি আদায় নিয়ে, অধিকার তাই চাচ্ছে আজি রাজধানীতে গিয়ে। শিক্ষাদানে আলোকিত সমাজ গড়ে যারা, অবহেলার জীবন নিয়ে

বুদ্ধি হবে হাঁসের মাংস খান

প্রবাসী এক বোন প্রিসিলা দিলো মোরে জ্ঞান, বুদ্ধি হইলে সবি পাবেন হাঁসের মাংস খান। হাঁসের মাংসে বুদ্ধি বাড়ে খেতে বলেন

পাথর চুরি

অলির দেশে পাথর চুরি মেনে নেওয়া যায়, সাদা পাথর সোনা ভেবে সবাই নিতে চায়। কভার ভ্যানে নৌকা যোগে করে নিলো

Leave a Reply