টরেন্ট সাইট

টরেন্ট সাইট কিভাবে কাজ করে?

0

টরেন্ট সাইট নিয়ে বলার আগে প্রথমেই বলে নেই টরেন্ট কি এরপর বলব টরেন্ট কিভাবে কাজ করে। আমরা যখন কোন কিছু ডাউনলোড করি তখন কম্পিউটার বা, মোবাইল বা, অন্য কোন ডিভাইস ব্যবহার করে ডাউনলোড করি এবং আমাদের ডিভাইসের মেমরিতে ফাইল এসে জমা হয়।

কোন ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করলে সাধারণত সেই ওয়েবসাইটের সেন্ট্রাল সার্ভার থেকে সেই ফাইল ডাউনলোড হয়। যেমনঃ Mediafire, Dropbox, Googledrive এগুলো থেকে আমরা অনেক কিছুই ডাউনলোড করি। আর, torrent এর ক্ষেত্রে অন্য অনেকের পিসি থেকে একসাথে ডাউনলোড এবং আপলোড হয়

টরেন্ট কি?

সাধারণ অর্থে Torrent বলতে কোন তরলের দ্রুতগামী স্রোতকে বুঝায়। আমরা ইন্টারনেটে টরেন্ট বলতে ডাটা ট্রান্সফারের স্রোতকে বুঝাই। টরেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা ডিভাইসই হোস্ট সার্ভার হিসেবে কাজ করে। একটা জায়গা থেকে সব ডাউনলোড হয় না- আপনার কম্পিউটার থেকে হয়, আমার কম্পিউটার থেকে হয়। আমরা একইসাথে আপলোড এবং ডাউনলোড করি।

  • টরেন্ট ব্যবহার কি বৈধ?

উত্তরঃ হ্যাঁ, পুরোপুরি বৈধ। এটি কোন অপরাধ নয় যদি আপনি কোন কপিরাইটেড ফাইল টরেন্টের মাধ্যমে দেয়া নেয়া না করেন।

টরেন্ট থেকে মুভি ডাউনলোড

সদ্য রিলিজ পাওয়া মুভি ডাউনলোড (যা শুধু হলে চলার কথা), প্রিমিয়াম সফটওয়্যার ফ্রিতে নেয়া এগুলো অবৈধ। শুধু টরেন্ট না, পেনড্রাইভ দিয়ে বন্ধুর কাছ থেকে এইসব জিনিস নেয়াও অবৈধ- শাস্তিযোগ্য অপরাধ। কিভাবে টরেন্ট ব্যবহার করছি তার উপর নির্ভর করে আমরা অপরাধ করছি কি না

Utorrent, Bittorrent ইত্যাদি টরেন্ট ক্লায়েন্ট রয়েছে, এইসব সফটওয়্যার ব্যবহার করে আপনি টরেন্টের মাধ্যমে ফাইল দেয়া-নেয়া করতে পারবেন। মনে রাখবেন, এগুলো সবই বৈধ যদি কপিরাইটেড কোন ম্যাটেরিয়াল আদান-প্রদান না ঘটে। পাইরেসি অবৈধ

পড়ুনঃ টাকা ইনকাম করার অ্যাপ

সফটওয়্যার পাইরেসি কাকে বলে?

কোন সফটওয়্যার, মুভি, নাটক বা, যেকোন সৃজনশীল কাজ প্রস্তুতকারীর অনুমতি ছাড়া কপি করা, শেয়ার করা, বিক্রি করা বা, নিজের নামে চালিয়ে দেয়াকে পাইরেসি বলা হয়। গান লোডের দোকান, ভুলভাল ওয়েবসাইটের মাধ্যমে অনুমতি ছাড়া পেইড কনটেন্ট ফ্রিতে বা, স্বল্পমূল্যে বা, বিক্রি করাই হচ্ছে পাইরেসি। পৃথিবীর প্রায় সব দেশেই এটি শাস্তিযোগ্য অপরাধ।

ডিজিটাল কনটেন্ট Torrent এর মাধ্যমে ডাউনলোড বা, পেনড্রাইভে বন্ধুর কাছ থেকে নেয়া দুটিই অপরাধ।  এর বদলে, যে প্ল্যাটফর্মের জন্য ঐ কনটেন্ট তৈরি করা হয়েছে সেই প্ল্যাটফর্ম থেকে ফ্রি বা, সাবস্ক্রিপশন ফি দিয়ে দেখা বৈধ। 

Seeders: যারা ফাইল আপলোড করছে তাদের বলা হয় Seeders

Leechers: যারা ডাউনলোড করছে তাদেরকে বলা হয় Leechers.

টরেন্টবিডি এবং অন্যান্য আরো অনেক টরেন্ট সাইট আছে যেখানে এই শব্দগুলো দেখা যায়। আমি আশা করবো আপনারা এখান থেকে কপিরাইটেড কোনকিছু আদান-প্রদান করবেন না।

জেনে নিনঃ উল্কা বৃষ্টি কাকে বলে

টরেন্টের সুবিধাঃ

রিজিউম সাপোর্টঃ টরেন্ট ক্লায়েন্টের মাধ্যমে কোন কিছু ডাউনলোড করলে আপনি আজীবন সেই ফাইল আবার সেই একই জায়গা থেকে রিজিউম করতে পারবেন। অন্য সব ডাউনলোডারে এই কাজ করা যায় না, কারণ সেগুলোতে একটি নির্দিষ্ট সার্ভার থেকে ডাউনলোড হয় এবং সেই সার্ভার বারবার পজ করে আবার রিজিউম করার সুবিধা খুব বেশী দিন দেয় না।

ডাউনলোডের বিশাল ক্ষেত্রঃ প্রচুর টরেন্ট ফাইল আপনি অনলাইনে পাবেন ডাউনলোড করার জন্য। এক পিসিতে থাকলেই সেটি অন্য সবার সাথে শেয়ার করা যায়, তাই বুঝতেই পারছেন লাখ লাখ পিসিএ রিসোর্স কি পরিমাণ হতে পারে।

অটোম্যাটিক ডাউনলোডঃ আপনি নিজে থেকে বন্ধ না করলে পিসি অন থাকলেই টরেন্ট ক্লায়েন্ট ডাউনলোড করতে থাকবে এবং শেষ করে সিডও করবে। যারা কষ্ট করে রিজিউম করতে চান না, তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে।

ব্রডব্যান্ড ইন্টারনেট যারা ব্যবহার করেনঃ তারা বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। আপনি তারের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত, তাই আপনার একই আইএসপিতে যতগুলো কম্পিউটার যুক্ত এবং আপনার আইএসপি আরো যতগুলোর সাথে যুক্ত সবার পিসি থেকে পেনড্রাইভে ফাইল নেয়ার মতো গতিতে আপনার পিসিতে ডাউনলোড হবে।

টরেন্ট থেকে ডাউনলোড করার উপায়-টরেন্ট ক্লায়েন্ট

আপনি utorrent, bittorrent, Deluge(লিনাক্স ব্যবহারকারীরা এর সাথে পরিচিত) ইত্যাদি নানা ধরণের ক্লায়েন্ট সফটওয়ার পাবেন। সবচে জনপ্রিয় যেটি utorrent আমি সেটির ডাউনলোড লিংক দিয়ে দেবো-

মোবাইলের জন্য

পিসির জন্য

অনেক সময় আমরা প্রলোভনের ফাদে পা দিয়ে ভাইরাস ডাউনলোড করি যা আমাদের উইন্ডোজ পিসির জন্য ক্ষতিকর, তাই দেখেশুনে ব্যবহার করবেন। আমি আপনাদের কোন টরেন্ট লিংক দেবো না, তবে টরেন্ট সিড কি সেটা নিয়ে তো আলোচনা করলামই।

কোন প্রশ্ন থাকলে করতে পারেন, কমেন্ট বক্স সবার জন্য খোলা। আর, হ্যা পাইরেটেড সফটওয়্যার, মুভি বা, অন্য যেকোন কিছু ডাউনলোড করা আইনত দন্ডনীয় অপরাধ। সেটা কখনোই করবেন না।

বৈধভাবে ডাউনলোড করা যাবে এমন টরেন্ট

হ্যাঁ, ভাই আছে। এরকম সাইটের একটি লিস্ট আমি পেয়েছি BestVPN.org তে। সেখান থেকে পাওয়া লিস্টটি হচ্ছে-

যারা ইউটিউব চ্যানেলের জন্য ফ্রি ভিডিও খুঁজে বেড়ান, এখানে কিছু ভিডিও পেয়ে যেতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, আপনার ভিডিওর মাঝে যেকোন লেন্থ এর অন্য ভিডিও দিতে পারবেন। শর্ত হচ্ছে, আপনার ভিডিও সেখানে প্রধান কনটেন্ট হতে হবে, ৫ সেকেন্ড, ১০ সেকেন্ডের কোন নিয়ম নেই। 

টরেন্টে সম্পর্কিত যেসব আমি দিচ্ছি না

আপনারা অনেকেই টরেন্ট ক্লায়েন্ট ব্যবহার করে অনেকরকম অবৈধ ওয়েবসাইট থেকে পাইরেটেড মুভি, সফটওয়্যার ইত্যাদি ডাউনলোড করে থাকেন। এগুলো আইনত দন্ডনীয় অপরাধ। এই ধরণের কোন বাংলা টরেন্ট সাইট বা, ইংরেজী সাইটের লিংক আমি আপনাদের দেবো না। বরং বলে দিচ্ছি ঐসব সাইট থেকে ডাউনলোড করে কি সমস্যায় পড়তে পারেন-

  • আপনার পিসিতে ভাইরাস চলে আসতে পারে
  • আপনার গোপন তথ্য জেনে ফেলতে পারে, যেকোন একাউন্ট হ্যাক করে ফেলতে পারে
  • গ্রেফতার হতে পারেন, পাইরেসির সাথে যুক্ত থাকার কারণে

তাই, আমি আপনাদের বলবো, বৈধভাবে সাবস্ক্রিপশন কিনুন, টাকা দিয়ে অনলাইন কোর্সে Enroll করুন। সব রকম সাপোর্ট আসল বিক্রেতা এবং প্রস্তুতকারকের কাছ থেকেই পাবেন। নিজের তথ্য নিরাপদ থাকবে। 

Wifi দিয়ে মুভি ডাউনলোড- করে অনেকে ভাবেন যে, ওয়াইফাই এর জন্য আমি টাকা দিয়েছি, যেভাবে ইচ্ছা ডাউনলোড করবো। তাদের আসলে ইন্টারনেটের মূল ব্যাপারটাই জানা দরকার। ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবীর এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদানের পদ্ধতি। আপনি টাকা দিচ্ছেন, বৈধভাবে সেই আদান-প্রদান করার জন্য। তাই, ইউটিউবে ভিডিও দেখতে পারেন। অনেক কিছু আছে যা বৈধভাবে ফ্রিতে পাওয়া যায়, সেগুলো টরেন্টেও ডাউনলোড করা যাবে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

প্রবন্ধ লেখক

Author: প্রবন্ধ লেখক

বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখার চেষ্টা করছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে সতর্কতা

ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে সতর্কতা ভাবুন তো, আপনার দিন কেমন যাচ্ছে? আমি যখন সকালে ঘুম থেকে উঠে চোখ খুলি, তখন
মোবাইল ফোনের ব্যবহার 1

মোবাইল ফোনের ব্যবহার | মোবাইল ফোনের বৈশিষ্ট্য

সকালে মোবাইল ফোনের এলার্ম দ্বারা ঘুম ভাঙা থেকে শুরু করে, রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে ফোনে এলার্ম সেট করা পর্যন্ত পুরোটা
কম্পিউটার এর ব্যবহার | কম্পিউটার ব্যবহার করার নিয়ম ও কাজ- লেখক ডট মি

কম্পিউটার এর ব্যবহার | কম্পিউটার ব্যবহার করার নিয়ম ও কাজ

আধুনিক এবং উচ্চতর জীবনধারায় কম্পিউটারের এই পরিচিতি ও ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে  উন্নত করে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে এবং
কম্পিউটারের কীবোর্ড পরিচিতি- লেখক ডট মি

কম্পিউটারের কি-বোর্ড পরিচিতি

কী-বোর্ড হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। যার মাধ্যমে বিভিন্ন লেখা-লেখির কাজ করা হয়। এবং কম্পিউটারে বিভিন্ন কমান্ড প্রায়োগ করা হয়।