টাকা ইনকাম করার পদ্ধতি

টাকা ইনকাম করার গেম

0

২০২৩ সালে  গেম খেলে টাকা ইনকাম বা, আয় করার অনেকরকম পদ্ধতি আছে। এই লেখাটিতে লুডু খেলে, জাভা গেম খেলে, অ্যাপ থেকে এবং আরো কিছু পদ্ধতিতে আয়ের পথ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করা যায়, আপনারা এটা থেকে উপকৃত হবেন। 

বাংলাদেশে কিছু ওয়েবসাইট থেকে টাকা তোলা যায় না, কারণ সেগুলোতে একমাত্রা অপশন হিসেবে পেপাল থাকে। তবে, এর বাইরেও বিভিন্ন পদ্ধতি আছে যা ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন এবং তুলতেও পারবেন। আপনি যদি গেম খেলা পছন্দ করেন, তাহলে আপনার পুরো লেখাটি  পড়া উচিত।  

টাকা ইনকাম করার কিছু গেম এবং Apps

লুডু খেলে আয়

গুগোল প্লে স্টোরে খুজলে অনেকগুলো এপ পাবেন যেগুলোতে লুডু খেলেও টাকা আয় করা যায়। ভারতীয়রা চাইলে Paytm, Paypal এর মাধ্যমে এই এপ থেকে টাকা তুলতে পারবেন, বাংলাদেশ থেকে যাবে কি না আমি জানি না। এরকম কিছু এপ হচ্ছে-

  • Ludo Paisa(Paytm এ টাকা পাবেন)
  • Rewarded Play(গিফট কার্ড পাবেন)
  • Ludo Money Zone(Paytm এবং আরো কিছু মেথড)
  • Cash With Ludo(Paytm এবং অন্যান্য মেথড এ টাকা পাবেন)

উপরে যে গেমগুলোর প্লেস্টোর লিংক দেয়া আছে এগুলোর কোনটাই আমি রেকমেন্ড করছি না। কারণ, সবগুলোরই রেটিং এর অবস্থা খারাপ। আর, এরা টাকা দেবে কি না, বাংলাদেশ থেকে পাওয়া যাবে কি না এর কোন নিশ্চয়তা নেই। 

বাংলা ব্লগগুলোতে একটি গেমের রেকমেন্ডেশন পাওয়া যাচ্ছে- Ludo King, আমি আপনাদের এই গেমটিও রেকমেন্ড করছি না। যা পাওয়া যাচ্ছে সব দেখিয়ে দিলাম, আপনিই খুজে নিন কোনটিতে আয় করা যায় আর, কোনটিতে বাংলাদেশে যায় না।

তবে, কিছু পজিটিভ রেটিং এই গেমগুলোতে আছে, অনেকে এগুলোকে রেকমেন্ড করেছেন। আপনারা বিস্তারিত পড়ে নিজ দায়িত্বে গেমগুলো খেলতে পারেন, না চাইলে নাও খেলতে পারেন। পাঠকদের আগ্রহের কথা চিন্তা করে এই পাঁচটি এপ খুজে এনেছি। এর চেয়ে ভালো কোন এপ থাকলে কমেন্ট করে জানান। 

জাভা গেম খেলে টাকা আয়

জাভা মোবাইল একসময় বাংলাদেশে খুব জনপ্রিয় ছিল। এনড্রয়েড আসার পরে iOS ছাড়া মোবাইলে অন্য কোন অপারেটিং সিস্টেম পাল্লা দিয়ে পেরে উঠছে না। জাভাতে গেম খেলে টাকা আয়ের চেষ্টা করে দেখতে পারেন, যদি আপনার মোবাইল থাকে। 

টোটাল কনকয়েস্ট নামে একটি গেম আছে যেটির কথা অনেকেই বলছেন যে এটির মাধ্যমে আয় করা যায়। এটি অনেকটা ক্লাস অফ ক্যানস এর মতো। এখানে আক্রমণ করে রাজ্য জয় করতে পারবেন এবং এর মাধ্যমে কয়েন বা, পয়েন্ট পাবেন।

একটি ব্লগে পড়ে দেখলাম এই গেমটি তারা রেফার করছে ক্লাস অফ ক্লান শেখার জন্য বা, গেমটি উপভোগ করার জন্য। টাকা পাওয়া যাবে Clash of Clans খেললে, এই গেমে না। 

২০২৩ সালে গেম খেলে আয় করার আরো পদ্ধতি

এতক্ষণ যা কিছু আপনাদেরকে বললাম এর কোনটাই আমি রেকমেন্ড করি নাই, তবে সম্ভাবনার কথা বলেছি। কোন গেমে যদি আপনি প্রতারিত হোন আমাকে দায়ী করতে পারবেন না। 

এবারে রেকমেন্ড করছি এবং নিশ্চিত আয়ের কথা বলছি, গেম খেলতে যারা পছন্দ করেন তারা ২০২০ বা, ২০২১ সাল বা, তার পরেও নানাভাবে আয় করতে পারবেন। আমি এইসব এপে সময় নষ্ট না করার জন্য আপনাদের অনুরোধ করবো, তার বদলে অন্য কিছু দেখাচ্ছি-

  • ইউটিউবে গেমিং চ্যানল
  • গেমিং ব্লগ

ইউটিউবে গেমিং চ্যানেল

প্রথমে ইউটিউব থেকে আয় করা উপায় সম্পর্কে জেনে নিতে পারেন। আমি ধরে নিচ্ছি সাধারণ ধারণা আপনার আছে। নিশ্চয়ই খেয়াল করেছেন প্রতিদিন লাখ লাখ মানুষ জনপ্রিয় গেম খেলার নিয়ম, ট্রিকস, টিপস এবং বিশেষ পদ্ধতি সম্পর্কে জানতে ইউটিউবে সার্চ দেয়

আপনিও হয়তো খুজেছেন- PUBG, PES, COC, FIFA বা, অন্য কোন গেম সম্পর্কে জানতে। এইগুলো নিয়ে ইউটিউবে গেম খেলা এবং সেইসাথে এর বর্ণনা দিয়ে, টিপস দিয়ে ভিডিও তৈরি করে অনেক টাকা আয় করছেন। আপনি কেন না? 

গেমিং ব্লগ

ইউটিউবিং এর মতো ব্লগিংও আয়ের আরেকটি বিশ্বস্ত এবং জনপ্রিয় মাধ্যম। আপনি জানেন কি না জানি না, ব্লগে কিছু একই সংখ্যায় ভিউতে ইউটিউবের চেয়ে সহজে আয় করা যায়। লেখার মাণ মোটামুটি ভালো আর, কিছু ভিজিটর থাকলে এডসেন্স পাওয়াও যায়, মনিটাইজেশনের আরো অনেক পদ্ধতিও আছে। 

কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারণা থাকলে বুঝতে পারবেন, গেমের কোন বিষয় নিয়ে লিখলে ভালো ভিজিটর পাওয়া যাবে। আপনি যদি একজন এক্সপার্ট গেমার হোন , আপনার লেখা পড়ার জন্য লোকে হুমড়ি খেয়ে পড়বে। যদি, একই বিষয় নিয়ে আপনার লেখার চেয়ে ভালো লেখা অনলাইনে না থাকে। 

অ্যাপ থেকে আয়

App থেকে আয় করার অনেক ফন্দি ফিকিরের কথা আপনারা শুনেছেন। টাকা ইনকাম করার এই App গুলো বিজ্ঞাপন থেকে আয় করে এবং সেখান থেকে আপনাকে দেয়। কয়েকটি পদ্ধতিতে পাওয়া যায়-

  • ভিডিও দেখে
  • এপ ইনস্টল করে
  • এড দেখে

এগুলো থেকে অনেক পয়েন্ট দেয়, এবং সেই পয়েন্ট থেকে খুব কম টাকা পাওয়া যায়-মানুষের সময়ের দাম এর চেয়ে অনেক বেশী। আমি আপনাদের রেকমেন্ড করবো App তৈরি করা শিখুন বা, এপের মাধ্যমে কোন কাজ করে আয় করুন। হতে পারে-

  • এপে কোন সমস্যার সমাধান বা, নিজের লেখা বই দিলেন(Admob এর মাধ্যমে মনিটাইজ করতে পারবেন)
  • অনেক এপ আছে যেগুলোতে আর্টিকেল লিখে আয় করা যায়(আগে দক্ষতা অর্জন করুন)
  • ইউটিউব এপ ব্যবহার করে ভিডিও আপলোড করুন

গুগল এডসেন্স পাওয়ার উপায় জেনে নিন, তাহলে মোবাইলে ব্লগস্পট বা, ওয়ার্ডপ্রেস এপ ইনস্টল করে সেখান থেকে ব্লগিং করে আয় করতে পারবেন। সবকিছুর মূল কথা হচ্ছে-

আপনার এমন কোন যোগ্যতা থাকতে হবে যা লোকের কাজে লাগে। না থাকলে, সেটি আগে অর্জন করুন। ইন্টারনেট এর মাধ্যমে হতে পারে, এর বাইরেও হতে পারে, যোগ্যতা এবং  কাজের দক্ষতা ছাড়া কিছুই হবে না। অনেক চটকদার লেখা এবং ভিডিও আপনি অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন। এগুলোর বেশীরভাগই আপনাকে শুধু পেছনে নিয়ে যাবে।

 

আরো পড়ুন-

 

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

প্রবন্ধ লেখক

Author: প্রবন্ধ লেখক

বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখার চেষ্টা করছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে সতর্কতা

ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে সতর্কতা ভাবুন তো, আপনার দিন কেমন যাচ্ছে? আমি যখন সকালে ঘুম থেকে উঠে চোখ খুলি, তখন
মোবাইল ফোনের ব্যবহার 1

মোবাইল ফোনের ব্যবহার | মোবাইল ফোনের বৈশিষ্ট্য

সকালে মোবাইল ফোনের এলার্ম দ্বারা ঘুম ভাঙা থেকে শুরু করে, রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে ফোনে এলার্ম সেট করা পর্যন্ত পুরোটা
কম্পিউটার এর ব্যবহার | কম্পিউটার ব্যবহার করার নিয়ম ও কাজ- লেখক ডট মি

কম্পিউটার এর ব্যবহার | কম্পিউটার ব্যবহার করার নিয়ম ও কাজ

আধুনিক এবং উচ্চতর জীবনধারায় কম্পিউটারের এই পরিচিতি ও ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে  উন্নত করে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে এবং
কম্পিউটারের কীবোর্ড পরিচিতি- লেখক ডট মি

কম্পিউটারের কি-বোর্ড পরিচিতি

কী-বোর্ড হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। যার মাধ্যমে বিভিন্ন লেখা-লেখির কাজ করা হয়। এবং কম্পিউটারে বিভিন্ন কমান্ড প্রায়োগ করা হয়।

One Reply to “টাকা ইনকাম করার গেম”

Leave a Reply