পর

0

বছরের পর বছর, মাসের পর মাস ভালবাসি।কিন্তু কেউ ভালবাসেনা।

 

একদিন একজন বলেছিল ভালবাসবে।কিন্তু সেও ভালবাসেনি।

 

আজ তার নাম সুন্দর। একদিন নাম ছিল অনামিকা। তাকে বলেছি ভালবাসতে।কিন্তু সেও ভালবাসেনি।

 

একজনকে জিজ্ঞেস করলাম, কাকে ভালবাসলে এ জীবন সুন্দর। বলল, আকাশের দিকে তাকিয়ে থাক, সেখানে একজনের নাম ভেসে উঠে, তার নাম মুখস্ত কর।তার নাম মুখস্ত করেছিলাম কিন্তু সেও ভালবাসেনি।

 

হাজার বছর আগে জন্মেছিলেন কবি যোগীন্দ্র নাথ রায়। তিনি বলেছিলেন, তোমাকে একজন ভালবাসবে।কিন্তু সে কি ভালবেসেছিল? না, সেও ভালবাসেনি।

 

নতুন নামে ডাকতে চাই যারে সে বলে ‘পর’ ‘পর’। বলে, পর না ভাবলে যে আমার সব পর হয়ে যায়।

 

এত যে চাওয়া, এত যে পাওয়া তার প্রতিদান দেওয়ার মত কে আছে?  কেউ নাই। তাইতো সব ‘পর’।

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন সর্দার

Author: মোঃ আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ইসলামী জীবন

ইসলামী জীবন মোঃ রুহুল আমিন ইসলামের মূল স্তম্ভ গুলো মেনে জীবন গড়ি, ঈমান মজবুত করে মুসলিম সঠিক পথটা ধরি। ঈমান

কবিতা দুফোটা মায়া অশ্রু আফছানা খানম অথৈ

কবিতা দুফোঁটা মায়া অশ্রু আফছানা খানম অথৈ স্বামী চলে গেলে বহু দূরে বিদায়কালে রেখে গেলে দুফোঁটা মায়া অশ্রু। আঁচলে বেঁধে

কবিতা দান আফছানা খানম অথৈ

  কবিতা দান আফছানা খানম অথৈ রোজা এলে দানের দুয়ার খুলে হাজার গুন, কিছু একটু দিলে পরে সেলফি তোলেন খুব।

ঈদ আনন্দ

ঈদ আনন্দ মোঃ রুহুল আমিন ঈদ এসেছে রোজার শেষে খুশি সবার মাঝে, সবাই রইবে নতুন জামায় পরে খুশির সাজে। ঈদের

Leave a Reply