প্রেম (৫)

0

ঘন কাল চুলে ঢেকে গেছে কেশ। সে চুলের দিকে তাকানো যায়না। কে যেন হৈ হৈ করছে আর বলছে এমন চুল আমি জীবনেও  দেখিনি, জীবনেও দেখিনি। আমি বলি, এ  তোমার চুল নয় অন্য ভিন্ন কিছু, তুমি এ চুল ঢেকে ফেল ঢেকে ফেল। তুমি এ চুল ঢাকনা। তখন আমার কি হয়? প্রচন্ড রাগ হয়, আমার মন চায় আমি নিজেই ঢেকে দেই।কিন্তু ঢাকতে না পেরে প্রচন্ড রাগে  ক্ষোভে ফেটে পড়ি।তখন আমি নিজেই নিজের গলায় ছুরি চালাই।তুমি এসে সে ছুরি রক্ষা কর।তখন আমাদের মধ্যে প্রেম হয়।আমি বলি? এ প্রেম কেন আগে আসেনি!


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রকমারি ডট কম ও সাহানা প্রকাশনী ( নীল ক্ষেত) এ পাচ্ছেন আমার কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। আপনারা কেউ যদি আমার বই পেতে চান তাহলে রকমারি ডট কম

সেথায় যেতে চায়

সেসেথায় যেতে চায় মোঃ রুহুল আমিন ওই মদিনার —বুকে ঘুমে আছে দয়াল নবী, ওই মদিনায় পাড়ি দিবো নইলে বৃথা সবি।

বৃষ্টি দাও

  দুনিয়া জুড়ে বইছে, গরম বাতাস । তোমার বান্দারা করছে, সবাই হাসফাঁস। (more…)

অযত্ন ও অবহেলায় এবং জনচক্ষুর আড়ালে থেকে যাওয়া ঢাকার কিংবদন্তি নবাব স্যার খাজা স‌লিমুল্লাহ বাহাদুর এর অবদান ও ইতিহাস

অযত্ন ও অবহেলায় এবং জনচক্ষুর আড়ালে থেকে যাওয়া ঢাকার কিংবদন্তি নবাব স্যার খাজা স‌লিমুল্লাহ বাহাদুর এর অবদান ও ইতিহাস ----------------------------------------------------

Leave a Reply