সত্য সাধক

0

সত্য আমার অহংকার

লুবাব হাসান সাফওয়ান

 

আমি যদি ভুল বলি ভাই

দলীল দিয়ে প্রমাণ কর!

মুগর দিয়ে মেরে আমার

হাড্ডি মাংশ সমান কর!

গালি আছে বিশ্বে যত

দিস আমারে ইচ্ছেমত!

মারিস জুতা, বলছি তবু

সত্যটাকে ত মান কর!

 

সত্য কথা বললে আমায়

খেতেই হবে তীর যদি

অস্ত্রধারীর হাতে আমার

দিতেই হবে শির যদি!

সত্য তবু বলেই যাবো!

মিথ্যাকে পা’য় দলেই যাবো!

হয়তো তুমি বলবে আমায়

মূর্খ-বোকা-নির্বোধই!

 

আমার কাছে সত্য আছে,

সত্য আমার অহংকার!

দেখবো না কে বলছে-টা কী?

হচ্ছে মনে দহন কার!

কারণ আমি সত্য-সাধক!

সত্য-ন্যায়ের পথ্য খাদক!

সত্য ছাড়া মস্তকে মোর

করবো আদেশ বহন কার?

 

আমার কাছে সত্য আছে

সত্য আমার অহংকার!

 

রচনাকাল: ২০১৮

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

লুবাব হাসান সাফ‌ওয়ান

Author: লুবাব হাসান সাফ‌ওয়ান

লুবাব হাসান সাফ‌ওয়ান ঠিকানা: নোয়াখাল কর্ম: ছাত্র পড়াশোনা: আল-ইফতা ওয়াল হাদীস [চলমান] প্রতিষ্ঠান: মাদরাসাতু ফায়দ্বিল 'উলূম নোয়াখালী

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply