Prev Next

আর্টিকেল লিখে কিভাবে আয় করা যায়?

অনেকভাবে করা যায়। তবে কতজন লেখাটি পড়ছে, বাজারে সেইসব পাঠকদের মূল্য কত সেটাই আপনার লেখার মূল্য নির্ধারণ করে দেবে। ইংরেজীতে লিখলে বাংলার চেয়ে অনেক বেশী টাকা পাবেন। নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে লিখলে সেই লেখায় সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই, যেভাবে আয় করতে চান, সেই উদ্দেশ্যের সাথে মিল রেখে লেখার চেষ্টা করবেন।

green 2084561 960 720

চলুন দেখে নেই কি কি পদ্ধতিতে নিজের লেখাকে মনিটাইজ করা যায়- 

  • নিজের ব্লগে আর্টিকেল লিখে সেখানে Adsense, Ezoic বা, অন্য কোন কোম্পানির এড দেখিয়ে(দীর্ঘ সময় এবং শ্রম লাগবে)
  • নিজে একটি সফল ব্লগ তৈরি করে সেখানে এফিলিয়েট সাইটের প্রডাক্ট বিক্রি করে(দীর্ঘ সময় এবং শ্রম লাগবে)
  • ফ্রিল্যান্সিং সাইটের মাধ্যমে বা, অন্য কোনভাবে যোগাযোগ করে কোন ব্যবসা প্রতিষ্ঠান বা, এফিলিয়েট সাইটের জন্য আর্টিকেল লিখে নগদ টাকা আয় (স্বল্প সময়, স্বল্প শ্রম)
  • মাল্টিব্লগিং সাইটে লিখে সেখানে এফিলিয়েট সাইটের প্রডাক্ট বিক্রি করে(লেখা র‍্যাংক করা নিজের নতুন ব্লগের চেয়ে অনেক সহজ)

 

এছাড়া আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং, এস ই ও, ড্রপশিপিং, সিপিএ মার্কেটিং ইত্যাদি নানা কাজে আপনার আর্টিকেল লেখার দক্ষতাকে ব্যবহার করতে পারবেন। এই জিনিসগুলো শেখা আপনার জন্য আগের চেয়ে সহজ হবে যদি শিখতে চান।

Leave a Comment