আর্টিকেল লিখে কিভাবে আয় করা যায়?
অনেকভাবে করা যায়। তবে কতজন লেখাটি পড়ছে, বাজারে সেইসব পাঠকদের মূল্য কত সেটাই আপনার লেখার মূল্য নির্ধারণ করে দেবে। ইংরেজীতে লিখলে বাংলার চেয়ে অনেক বেশী টাকা পাবেন। নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে লিখলে সেই লেখায় সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই, যেভাবে আয় করতে চান, সেই উদ্দেশ্যের সাথে মিল রেখে লেখার চেষ্টা করবেন।
চলুন দেখে নেই কি কি পদ্ধতিতে নিজের লেখাকে মনিটাইজ করা যায়-
এছাড়া আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং, এস ই ও, ড্রপশিপিং, সিপিএ মার্কেটিং ইত্যাদি নানা কাজে আপনার আর্টিকেল লেখার দক্ষতাকে ব্যবহার করতে পারবেন। এই জিনিসগুলো শেখা আপনার জন্য আগের চেয়ে সহজ হবে যদি শিখতে চান।