Prev Next

একাডেমিক লেখা এবং ব্লগের লেখার পার্থক্য কি?

অনেকেই হয়তো খুব ভালো রচনা লিখতে পারেন, নিজের থিসিস পেপার নিজে লিখেছেন। অনেকেই আছেন যারা এভারেজ বাংলাদেশীদের চেয়ে ভালো ইংরেজী জানেন। হতে পারে, আপনি একাডেমিক কোন বিষয়ে খুব ভালো জ্ঞান রাখেন, এবং গভীর থেকে সেই বিষয়ে বিশ্লেষণ করতে পারেন। কিন্তু এগুলো সরাসরি আপনার কাজে আসবে না যদি আপনি লিখে আয় করতে চান

man 593333 960 720

একাডেমিক লেখা কেমন হয়?

পরীক্ষার খাতার কোন লেখা বা, কোন একাডেমিক পেপারের লেখার ক্ষেত্রে পাঠক আপনার লেখা পড়বেই। আপনাকে যেহেতু ঐ লেখার জন্য মার্কিং করা হবে, তাই আপনার শিক্ষক, যিনি ঐ বিষয়ে অভিজ্ঞ একজন ব্যক্তি, তিনি লেখার মাঝে গভীরতা খুজবেন। তাই লেখাটি হবে-

  • প্রাসঙ্গিক ও তথ্যবহুল
  • সাবজেক্টভিত্তিক অনেক টার্ম ব্যবহার করা হবে। সায়েন্সের সাবজেক্ট হলে সমীকরণ থাকবে
  • বিষয়ের গভীরতা থাকবে
  • নির্ভুল জটিল বাক্যে লেখা হলেও কোন সমস্যা নেই

 

ব্লগে লিখলে আপনার উদ্দেশ্য হবে ভিন্ন।

ব্লগের লেখা কেমন হওয়া উচিত?

আপনি যদি এমন কিছু লেখেন যেটির সাথে সাধারণ পাঠন নিজেকে কানেক্ট করতে পারছে না, তাহলে সে পড়বে না। যদি লেখা পড়ে বিরক্ত হয়, তাহলেও পাঠক পড়বে না। এটা কোন ব্যাপার না যে আপনার লেখাটি মাণের দিক দিয়ে কত ভালো। অন্যভাবে দেখলে, মাণদন্ড হচ্ছে পাঠক পড়ছে, নাকি পড়ছে না

যেহেতু আপনি ব্লগে কিছু লিখলে আপনার উদ্দেশ্য হবে বেশী মানুষের কাছে পৌছানো, তাই লেখার ধরণও হতে হবে সেই অনুযায়ী। এক্ষেত্রে আপনার জ্ঞানের গভীরতা অবশ্যই দরকার। তবে লেখার ধরণ হবে এরকম-

  • সার্চ ইনটেন্ট অনুযায়ী লিখতে হবে। পাঠক কি উদ্দেশ্যে সার্চ দিচ্ছে সেটি বোঝার চেষ্টা করে সেই উদ্দেশ্য পূরণ করতে হবে
  • ছোট ছোট বাক্যে সহজ ভাষায় লিখতে হবে যাতে কিছুই জানে না এমন কেউ পড়ে বুঝতে পারে
  • কোন বিষয়ে গভীর আলোচনা হতে পারে, কিন্তু আগে পাঠকের জ্ঞানের লেভেল থেকে শুরু করতে হবে
  • লেখাকে আকর্ষণীয় করে তুলতে যা যা করা লাগে তা করতে হবে

 

এসবের উদ্দেশ্য একটাই, পাঠককে আকৃষ্ট করা এবং বেশী সময়ের জন্য ধরে রাখা। এটা আপনি অন্য কোনভাবেও করতে পারেন। তবে এগুলো প্রমাণিত পদ্ধতি। এছাড়া আপনার জ্ঞানের গভীরতা বা, লেখার প্রাঞ্জলতা আপনাকে অবশ্যই সাহায্য করবে।

Leave a Comment

Comments

  • Sharmin Jahan
    2022-09-23 22:00:11
    Ok