Prev Next

লেখার আইডিয়া কিভাবে পাওয়া যাবে?

নতুন ব্লগিং শুরু করলে অনেকেই মনে করেন, কিছুদিন লেখার পরে বোধহয় আর, কোন টপিক খুজে পাওয়া যাবে না। ব্যাপারটা তেমন নয়। বরং এত বেশী বিষয় আছে লেখার মতো যা সারাজীবন লিখলেও শেষ হবে না। এমনকি যদি আপনি খুব আলাদা করে একটি  সাব টপিক বেছে নেন তারপরেও।

সার্চ ইঞ্জিন গুগলকে ফলো করুন

আপনার টপিক লিখে সার্চ দিলে কিছু সাজেশন দেখতে পাবেন, ঐগুলোর প্রত্যেকটা নিয়ে লিখুন। এবং প্রত্যেকটা টার্ম লিখে সার্চ দিলে দেখবেন আরো অনেক সাজেশন দেখাচ্ছে। এছাড়া প্রথম পেজে যেসব লেখা গুগল সার্চে আসছে, সেগুলো ভিজিট করলেও এমন অনেক বিষয় পাবেন যা আপনি প্রথমে ভেবেও দেখেন নি। সেগুলো নিয়েও লিখতে পারেন।

keywords letters 2041816 960 720

টুল ব্যাবহার করুন

যদি কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে, Ubbersuggest এর একটি এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এতে আপনাকে কতজন ঐ বিষয় লিখে সার্চ দেয় এবং একইরকম আর কি কি বিষয় আছে, সেটি খুজে পেতে সাহায্য করবে। ঐসব কিওয়ার্ড ব্লগের টাইটেলে ব্যবহার করে আর্টিকেল লিখতে পারেন। নিচে কিছু টুলের লিংক দিচ্ছি-

 

 

এগুলো ব্যবহারের মাধ্যমে বাংলা কিওয়ার্ড খুজে নিতে পারেন। এছাড়া, গুগলে সার্চ দিয়েও খুজতে পারেন।

একই টপিকে সেরা ১০ টি ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে

আপনি গুগলে আপনার পছন্দের টপিক লিখে সার্চ দিন। এরপর সেরা ১০ টি লেখা পড়ুন। সেগুলোতে যে বিষয়ে লেখা হয়েছে তার প্রত্যেকটি বিষয় নিয়ে লিখলে ১০ টি বিষয় পেয়ে যাবেন। আর, ঐসব সাইটে ভিজিট করলে একই ধরণের আরো অনেক লেখা দেখতে পাবেন। সেগুলোও নোট করে নিতে পারেন পরের লেখা প্রকাশ করার জন্য। এরপর আরো সাইট ভিজিট করে আরো আইডিয়া পেতে পারেন। চাইলে ইংরেজী সাইটও ভিজিট করে আইডিয়া নিতে পারেন।

এই পদ্ধতিগুলো আপনার দরকার হবে যদি আপনার পড়াশোনা, অভিজ্ঞতা বা, পেশাগত ধারনা না থাকে। আর, আপনি আগে থেকেই ঐ বিষয়ে প্রচুর জানলে এমনিতেই সবাইকে তা জানাতে পারবেন। এরপর সেগুলো ফুরিয়ে গেলে এভাবে আইডিয়া জেনারেট করতে পারবেন। 

Leave a Comment