Prev Next

আর্টিকেলের কিওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয়?

আপনি গুগলে সার্চ দিলে যেসব লেখা খুজে পাবেন, সেগুলোতে নানারকম নিয়মকানুনের কথা লেখা আছে। এত কিছু না জানলেও চলবে। কারণ গুগল এত নিয়ম কানুন মেনে কোন কনটেন্টকে র‍্যাংক করে না। এইসব নিয়মকানুন ভুলও না। এগুলো তৈরি করা হয়েছে বিভিন্নরকম পরিসংখ্যান এবং এগুলোর বিশ্লেষণ থেকে। Yoast বা, Rankmath প্লাগ ইন ব্যাবহার করে যদি আপনার লেখার অভ্যাস থাকে তাহলে নিশ্চয়ই আপনি এগুলো জানেন।

কিওয়ার্ড কি?

এটি হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটিকে কেন্দ্র করে পুরো আর্টিকেলটি লেখা হয়েছে, এগুলো লিখেই পাঠকেরা সার্চ দেয়। keyphrase হচ্ছে কয়েকটি শব্দের সমন্বয়। একটি আর্টিকেল লেখার ক্ষেত্রে keyphrase ব্যাবহার করা হয়। একটি শব্দকে বলা হয় short tail keyword, ৩/৪/৫ বা, তার চেয়ে বেশী শব্দে গঠিত keyphrase কে বলা হয় long tail keywords. লং টেইল কিওয়ার্ড সহজে সার্চ ইঞ্জিনে র‍্যাংক করে।

keywords 7314487 960 720

অবশ্য পালনীয় এবং বর্জনীয়

ওয়ার্ডপ্রেস সাইটের জন্য যেসব প্লাগ ইন আছে, সেগুলোর সাজেশন না মানলেও খুব বেশী ক্ষতি হবে না যদি লেখার মাঝে কিওয়ার্ড থাকে। অবশ্য পালনীয় কিছু বিষয় দেখে নেই-

  • কেউ পড়ে বুঝতে পারবে না যে এটা কিওয়ার্ড এভাবে ন্যাচারালি ব্যবহার করতে হবে
  • আর্টিকেলের টাইটেলে কিওয়ার্ড ব্যবহার করতে হবে
  • ছবির alt tag এ কিওয়ার্ড ব্যবহার করতে হবে
  • লেখার মাঝে কয়েকবার কিওয়ার্ড ব্যবহার করতে হবে
  • উপসংহারেও ব্যবহার করতে পারেন

 

যা করা যাবেই না-

  • লেখার মাঝে জোর করে কিওয়ার্ড দিয়ে দেয়া(লেখার বিষয় এবং কিওয়ার্ডের মিল না থাকলে কেউ কেউ এমন করে)
  • বেশ কয়েকবার কোন কারণ ছাড়াই টাইটেল এবং সাবটাইটেলে কিওয়ার্ডস ব্যবহার করা

 

Yoast, Rankmath একটি নির্দিষ্ট সংখ্যক বার কিওয়ার্ডস ব্যবহার করার জন্য সাজেশন দেয়, কিন্তু ওদেরও নির্দেশনা থাকে ন্যাচারালি ব্যবহার করার জন্য। যারা এস ই ও বুঝে না, তারাই জোর করে কিওয়ার্ডস ব্যবহার করে। আপনার সেটা করা উচিত হবে না।

কিওয়ার্ড কোথায় খুজে পাবো?

আপনি গুগলে সার্চ করলে যে সাজেশনগুলো দেখায় ওগুলোই কিওয়ার্ড। ঐসব লিখেই লোকে সার্চ করে। সার্চ দেয়ার সময় কিছু সাজেশন দেখায়, আবার নিচেও দেখায়। আরো কিছু উপায় আছে-

  • Google Keyword Planner  নামে গুগলের একটি ফ্রি টুল আছে
  • Ubersuggest এর ফ্রি Chrome extension আছে
  • SEMscoop নামে একটি টুল ব্যবহার করা যায়
  • keywordtool.io ব্যবহার করতে পারেন
  • এগুলো আপনার কাছে ঝামেলার মনে হলে গুগলে সার্চ করে, সাজেশনে যেসব সার্চ টার্ম দেখায় সেগুলোই কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন

আপনি যেভাবেই খোজেন, কোন সমস্যা নেই, তাতেই ভালো ফল পাবেন যদি আপনার লেখার মাণ ভালো হয়

Leave a Comment