ব্লগের আর্টিকেল কিভাবে আরো আকর্ষণীয় করে পাঠককে ধরে রাখা যায়?
ব্লগের লেখাকে আকর্ষণীয় করার উদ্দেশ্য হচ্ছে পাঠককে বেশী সময়ের জন্য ধরে রাখা, কারণ ওয়েব পেজ র্যাংক করার জন্য view duration গুগলের বহুল ব্যবহৃত একটি প্যারামিটার। পাঠক যদি কোন লেখা বেশী সময় নিয়ে পড়ে, এর অর্থ সে সেটাতে আগ্রহী, লেখাটা ভালো।
কিছু ট্রিকস আছে যা ব্লগারেরা ব্যবহার করেন-