মাসে লাখ লাখ টাকা আয় করতে হলে কি করতে হবে?
হ্যা, সত্যিই মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন। কিন্তু এর জন্য যে দক্ষতা দরকার সেটি আগে অর্জন করতে হবে। এরপর সেই দক্ষতাকে মনিটাইজ করার দক্ষতা অর্জন করলেই মাসে লাখ টাকা আয় করতে পারবেন খুব সহজেই।
আমি কি এখন আয় করা শুরু করতে পারবো?
হ্যা, পারবেন যদি আপনি আগে থেকেই অভিজ্ঞ হোন। নতুন হলে আপনার উচিত হবে আরো প্র্যাকটিস করা। প্রথমে এই Skill রপ্ত করা দরকার। নিজের ব্লগে লিখুন, লেখক ডট মি তে লিখুন, medium, hubpages এইসব সাইটে লিখুন। অভিজ্ঞ কারো সাথে ফ্রিতে কাজ করুন। যখন শিখে যাবেন তখন ফ্রিল্যান্সিং সাইটে ক্লায়েন্টদের সাথে কাজ করুন, আরো শিখবেন এবং টাকাও পাবেন। এরপর নিজের এফিলিয়েট সাইট বা, কনটেন্ট সাইট তৈরির চেষ্টা করতে পারেন, সফলতা পাবেন। সাফল্যের শর্টকাট নেই।
নতুন হিসেবে আপনি যা যা করতে পারেন-
অভিজ্ঞতা অর্জনের সাথে সাথে আয় বেড়ে কয়েক মাসে বা, বছরে লাখ টাকার উপরে চলে যাবে। শুধু লেগে থাকতে হবে, শিখতে হবে প্রতিদিন