Prev Next

লেখক ডট মি তে লিখে কিভাবে আয় করা যাবে?

এই কোর্সের শেষে আপনাকে অ্যাসাইনমেন্ট দেয়া হবে। সেই আর্টিকেলগুলো লেখার পরে আপনার লেখার মাণ এবং পারফরম্যান্স দেখে আপনাকে এখানে লেখার জন্যও টাকা অফার করা হতে পারে

সবাইকে অফার করা হবে না। আপনাকে অফার করা না হলে এর অর্থ এই না যে আপনার লেখার মাণ খারাপ। আমাদের প্রয়োজন হলেই শুধু আমরা পেইড রাইটিং এর অফার করবো। তবে, এখানে আপনার লেখা পাবলিশ করে, সেগুলোকে স্যাম্পল হিসেবে দেখিয়ে আপনার ক্লায়েন্টদের সাথে অনায়াসে কাজ করতে পারবেন।

 

ভবিষ্যতের জন্য আমাদের পরিকল্পনা- 

  • লেখক র‍্যাংক, লেখার মাণ, সার্চ ইঞ্জিনে লেখার পারফরম্যান্স সবকিছু বিবেচনা করে পেইড রাইটিং এর জন্য অফার করা
  • আরো পরিকল্পিতভাবে বড় আকারে লেখক ডট মি কে সবার কাছে তুলে ধরা
  • সিরিয়াস রাইটারদের জন্য আলাদা কমিউনিটি তৈরি করে নতুন সুযোগ তৈরি করা
  • ওয়েবসাইটের ডিজানকে আরো ইউজার ফ্রেন্ডলি করে তোলা

 

নিয়মিত ওয়েবসাইটে লগ ইন করুন, লেখা প্রকাশ করুন, কোন একদিন হয়তো আপনার কাছে বার্তাকক্ষের নোটিফিকেশন যাবে এখানে পেইড লেখক হিসেবে লেখার জন্য

আপাতত, কোর্স করে আর্টিকেল রাইটিং শিখে নিন। লেখক ডট মি, অন্যান্য ওয়েবসাইট, নিজের ব্লগ এগুলোতে লিখুন, ফ্রিল্যান্সিং সাইটে কাজ করুন। আপনার জন্য শুভ কামনা।

Leave a Comment

Comments

  • Sumaiya Akter Bristy
    2023-10-29 02:08:15
    আমি আগে যেসব লেখা ফেসবুকে নিজের পেইজে পোস্ট করেছি সেসব লেখা লেখক ডট মি তে প্রকাশ করা যাবে?