Prev Next

ব্লগের আর্টিকেল কিভাবে আরো আকর্ষণীয় করে পাঠককে ধরে রাখা যায়?

ব্লগের লেখাকে আকর্ষণীয় করার উদ্দেশ্য হচ্ছে পাঠককে বেশী সময়ের জন্য ধরে রাখা, কারণ ওয়েব পেজ র‍্যাংক করার জন্য view duration গুগলের বহুল ব্যবহৃত একটি প্যারামিটার। পাঠক যদি কোন লেখা বেশী সময় নিয়ে পড়ে, এর অর্থ সে সেটাতে আগ্রহী, লেখাটা ভালো।

coffee 3297995 960 720

কিছু ট্রিকস আছে যা ব্লগারেরা ব্যবহার করেন- 

  • ছোট ছোট প্যারা করে লিখতে হবে, তাহলে পাঠক বোরড হবে না
  • ইটালিক, বোল্ড, Blockquote(“) এগুলো ব্যাবহার করতে হবে, h1, h2 ইত্যাদি হেডিং দিয়ে লেখাটিকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে
  • লেখার মাঝে ছবি, ভিডিও, ইনফোগ্রাফিক ইত্যাদি দিয়ে পাঠককে আকৃষ্ট করতে হবে
  • গুগোলে মূল বিষয় সার্চ দিলে আপনাকে গুগোল কিছু সার্চ টার্ম সাজেশনে দেখাবে, একই লেখায় এগুলো নিয়েও লিখতে হবে(আগে লেখা থাকলে লিংক দিতে হবে)। এতে পাঠকের জানার ইচ্ছা পূরণ হবে
  • লেখার মাঝে ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক ব্যবহার করতে হবে(Click Through Rate বাড়বে, ভিউ ডিউরেশন এর সাথে এটাও দরকার)
  • সহজ বাক্য সহজে বোঝা যায়, সব ধরণের পাঠকের বোঝার জন্য খুব সহজ করে লিখতে হবে
  • ধীরে ধীরে লেখার গভীরতা বাড়াতে হবে। বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা গেছে বড় বড় আর্টিকেল, ভিজিটরেরা বেশী পড়ে
  • অপ্রাসঙ্গিক কিছু লিখে লেখা বড় করা যাবে না, ছোট লেখা প্রাসঙ্গিক হলেও লোকে সেটা পড়ে

Leave a Comment