Prev Next

অ্যাসাইনমেন্ট

আপনার জন্য অ্যাসাইনমেন্ট হচ্ছে-

  • নিজের পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা, পড়াশোনা কিংবা আগ্রহ আছে এমন একটি বিষয় খুজে বের করুন
  • এরপর সেই বিষয়ের একটি সাব টপিক খুজে বের করুন। যেমনঃ ফুটবল খেলা নিয়ে আগ্রহ থাকলে- ‘বিশ্বকাপে ব্রাজিল’ বা, ‘আর্জেন্টিনার সেরা স্ট্রাইকারেরা’ আপনার লেখার সাব টপিক হতে পারে
  • এবারে টুল ব্যাবহার করে বা, গুগলে সার্চ দিয়ে ১০ টি লেখার কিওয়ার্ড খুজে এবং সেগুলো Google Docs বা, আপনার মোবাইল/কম্পিউটারের নোটপ্যাডে নোট করে ফেলুন
  • ঝটপট ১০ টি লেখার টাইটেল ঠিক করে ফেলুন এবং এটিও নোটপ্যাডে নোট করুন। টাইটেলে ঐ কিওয়ার্ড থাকতে হবে।
  • প্রতিদিন একটি করে ১০০০+ শব্দে ১০ টি লেখাই লেখক ডট মি তে প্রকাশ করুন(লেখার ভুলগুলো ধরিয়ে দিয়ে আপনাকে মেসেজ দেয়া হবে)। অন্য সাইটেও প্রকাশ করতে পারেন। সেক্ষেত্রে আমরা কারেকশন দিতে পারবো না
  • প্রতিটি লেখার মাঝে ১০ টি  internal(নিজের আগের লেখার লিংকও হতে পারে) এবং ১০ টি External লিংক দিবেন, কমবেশী হলেও ক্ষতি নেই, তবে দুই ধরণের লিংকই দিতে হবে
  • ২ সপ্তাহ পরে নিজেই ঐ কিওয়ার্ড লিখে ১০ টি লেখাই সার্চ ইঞ্জিনে খুজে দেখুন

 

যদি ৩/৪ টি লেখা প্রথম ২ পেজে দেখতে পান, তাহলে আপনি এই কোর্সে পাস করেছেন। আপনাকে অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা

boy 5660437 960 720

বি.দ্র. আপনার লেখাগুলো লেখক ডট মি তে প্রকাশ করলে যেহেতু আপনার নামেই প্রকাশিত হবে, এগুলো স্যাম্পল হিসেবে দেখিয়ে আপনি চাইলে যেকোন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ, মার্কেটপ্লেস বা,যেকোন জায়গায় যে কারো সাথে কাজ করতে পারেন। আপনার লেখা ভালো র‍্যাংক পেলে সেটি আপনার দক্ষতার প্রমাণ বহন করবে। আর্টিকেল রাইটার হিসেবে ভালো কাজ পাবেন।

কোন কিছু বুঝতে সমস্যা হলে বা, অ্যাসাইনমেন্টে দেয়া আর্টিকেলের কারেকশনের প্রয়োজন হলে Admin এর সাথে যোগাযোগ করুন, মেনুবারে বার্তাকক্ষ থেকে যোগাযোগ করতে পারবেন। আশা করা যায়, ২৪ ঘন্টার মধ্যে রিপ্লাই পাবেন। 

Leave a Comment

Comments

  • admin
    2022-10-02 20:25:17
    ওয়েবসাইটে নতুন লেখা প্রকাশ অপশনে গিয়ে নতুন লেখা প্রকাশ করতে পারবেন। আমরা আপনাকে মেসেজ নোটিফিকেশনের মাধ্যমে লেখার কারেকশন দিয়ে দেবো
  • Nadia Favi
    2022-09-30 18:10:23
    কীভাবে অ্যাসাইনমেন্ট আপনাদের ওয়েবসাইটে প্রকাশ করব