অবাক

0

যদি আমি আকাশ হতাম
ভগবানকে আমার হৃদয়ে রাখতাম
সূর্যের পরিবারকে আমার সারা দেহে ছড়িয়ে রাখতাম।
আমার কোনো শুরু, শেষ থাকত না
আমি কত বড়ো তা নিজেই জানতাম না।
তবে অবাক হতাম এটা ভেবে —-
আমি এত বড়ো হলে
আমার অন্তরে থাকা ভগবান তাহলে আরো কত বড়ো হবে!

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/৮/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রবের আরশ কাঁপে

বাবা মায়ের নির্দেশ মেনে জীবন গড়ে যারা, জীবন পথে সকল কর্মে বেজায় খুশি তারা। বাবা মায়ের আদেশ জারি সন্তান মেনে

শিক্ষক পিতৃতুল্য

  শিক্ষকগণে সহাস্যমুখে করেন যে পাঠদান, দিবো মোরা শিক্ষকগণের সবার উপর মান। এই সমাজে জ্ঞাণের বাহক সকল শিক্ষকগণে, শিক্ষক পেশা

দাদির স্মৃতি

ভাদ্র মাসের বেতাল গরম তাল পেকেছে গাছে, পাকা তালের তাল গুলো যে মোদের বাড়ি আছে। তাল গাছ গুলো অনেক বড়ো

শৈশব স্মৃতি

শৈশব বেলার মধুর স্মৃতি পড়ছে মনে কার, দল বেঁধে সব বাঁশের সাঁকো হতাম কতো পার। কেউবা দিতো সাঁকো থেকে আচম্বিতে

Leave a Reply