0
যদি আমি আকাশ হতাম
ভগবানকে আমার হৃদয়ে রাখতাম
সূর্যের পরিবারকে আমার সারা দেহে ছড়িয়ে রাখতাম।
আমার কোনো শুরু, শেষ থাকত না
আমি কত বড়ো তা নিজেই জানতাম না।
তবে অবাক হতাম এটা ভেবে —-
আমি এত বড়ো হলে
আমার অন্তরে থাকা ভগবান তাহলে আরো কত বড়ো হবে!
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/৮/২০২৪
0