0
আক্রোশ গন্ধ
মোঃ রুহুল আমিন
বঙ্গ দেশেই ছিল একটা
স্বৈরাচারী রাজা,
জনের দিতো নির্মম ভাবে
কঠিনতম সাজা।
শিকল বেড়ি ডান্ডা পরায়
জাতির করে জব্দ.
ওঁরা এখন শুনতে পাচ্ছে
শিকল ভাঙ্গা শব্দ।
সোচ্চার হলে নির্মম ভাবে
দিতো…….কারা/দণ্ড,
পোড়া ধোঁয়ার কুণ্ডলীতে
আছে আক্রোশ গন্ধ।
শাসন নীতি কব্জায় রাখে
ছিলো গায়ের জোর,
ভাবিনি যে…আঁধার চিরে
আসবে নতুন ভোর।
তরুণ রবির দ্যুতিতে আজ
ঝলসে গেছে ওঁরা,
বঙ্গ দেশের জনের কাছে
আজন্ম কাল ঝরা।
উপচেপড়ে দেখছে যখন
ইঁদুর গর্তে ঢুকে,
ভাঙ্গা শব্দের হুড়ুম গুড়ুম
লাগে ওদের বুকে।
মানব নামে দানব গুলো
উধাও হয়ে গেলো,
ধরবে যারা দেশের হালটা
শিক্ষা তাঁরা পেলো।

0
সুন্দর লিখেছেন