আক্রোশ গন্ধ

0

আক্রোশ গন্ধ
মোঃ রুহুল আমিন

বঙ্গ দেশেই ছিল একটা
স্বৈরাচারী রাজা,
জনের দিতো নির্মম ভাবে
কঠিনতম সাজা।

শিকল বেড়ি ডান্ডা পরায়
জাতির করে জব্দ.
ওঁরা এখন শুনতে পাচ্ছে
শিকল ভাঙ্গা শব্দ।

সোচ্চার হলে নির্মম ভাবে
দিতো…….কারা/দণ্ড,
পোড়া ধোঁয়ার কুণ্ডলীতে
আছে আক্রোশ গন্ধ।

শাসন নীতি কব্জায় রাখে
ছিলো গায়ের জোর,
ভাবিনি যে…আঁধার চিরে
আসবে নতুন ভোর।

তরুণ রবির দ্যুতিতে আজ
ঝলসে গেছে ওঁরা,
বঙ্গ দেশের জনের কাছে
আজন্ম কাল ঝরা।

উপচেপড়ে দেখছে যখন
ইঁদুর গর্তে ঢুকে,
ভাঙ্গা শব্দের হুড়ুম গুড়ুম
লাগে ওদের বুকে।

মানব নামে দানব গুলো
উধাও হয়ে গেলো,
ধরবে যারা দেশের হালটা
শিক্ষা তাঁরা পেলো।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার, নীলক্ষেত, ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

  আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল’

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ আরিফ হোসেন

One Reply to “আক্রোশ গন্ধ”

Leave a Reply