0
আমি খুনের আসামী সবাই আমাকে খুনী বলে।একদিন একজন বলল, আমি তোমাকে খুনী বলবনা।বললাম কেন? সে বলল, আমি তোমাকে ভালবাসি। বললাম ভালবাস তো কি হয়েছে? বলল, তুমি আমাকে একদিন একটি সুন্দর আপেল দিয়েছিলে আমি ভুলতে পারিনা। সেই থেকে আমার সাথে তার ভাব।এখন আমার মনে হয় সবাইকে যদি আপেল দিতে পারতাম তাহলে আজ আমাকে খুনী ডাক শোনা থেকে দূরে থাকতে হত।

0